adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় খালেদা

 ডেস্ক রিপোর্ট : ২০ দলীয় জোট আয়োজিত বৃহস্পতিবারের সমাবেশে যোগ দিতে নীলফামারীর উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত পৌনে ১০টার দিকে বগুড়া পৌঁছেছেন। রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা হন।
খালেদা জিয়ার গাড়িবহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খালেদা জিয়ার সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারীর জনসভার উদ্দেশে বগুড়া সার্কিট হাউস ছাড়বেন বিএনপির চেয়ারপারসন। বেলা তিনটায় নীলফামারী জেলা স্কুল মাঠে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এবং দেশব্যাপী গুম-হত্যার প্রতিবাদে, সংবিধান সংশোধন করে বিচারকদের অভিশংসন আইন পরিবর্তনের প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা তৈরিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি চালাচ্ছেন বিএনপির চেয়ারপারসন।
এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর সফর করেন বেগম খালেদা জিয়া।  আগামী ৩০ অক্টোবর নাটোর, ৬ নভেম্বর কুমিল্লা ও ১২ নভেম্বর কিশোরগঞ্জ সফর করার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া