adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের হাত পা বেঁধে পানিতে ফেলার হুমকি

নিজস্ব প্রতিবেদক : ৪র্থ উপজেলা নির্বাচনের ৪র্থ দফার ভোটগ্রহণ চলার সময় ঢাকার ধামরাই উপজেলায় সাংবাদিক ও পুলিশকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম কবির।ভোটকেন্দ্রের ভেতর  জোরপূর্বক প্রভাব বিস্তারের সময় পুলিশসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে সাংবাদিকদের সামনেই তাদের লাথি মেরে কেন্দ্র থেকে বের করে দেয়ার হুমকি দেন গোলাম কবির। এ সময় ছবি নিলে সাংবাদিকদেরও হাত পা বেঁধে পানিতে ফেলার হুমকি দেন তিনি। ভোটগ্রহণ শুরুর পর সকালে স্থানীয় কুমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে পুরুষ ও নারী  ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করতে দেখা যায় গোলাম কবিরের সমর্থকদের।এক পর্যায়ে  গোলাম কবির লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশের সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের পরিচয় জানতে চাইলে পুলিশের উপর চড়াও হন প্রার্থী ও তার সমর্থকরা। এ সময় আমি কে চিনিস বলে পুলিশ সদস্যদের কেন্দ্র  থেকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি দেন  গোলাম কবির। পাশাপাশি তার সঙ্গে থাকা লোকজন বলেন, নেতা  যেভাবে বলবে, সেইভাবে চলতে হবে, নইলে খবর আছে।বিষয়টি জানতে চাইলে গোলাম কবির ও তার সমর্থকরা সাংবাদিকদের উপর চড়াও হন এবং হাত-পা বেঁধে তাদের পানিতে ফেলে দেয়ার হুমকি  দেন।বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তমিজ উদ্দিন অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকেরা বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দিয়েছে।এদিকে সকাল থেকেই ধামরাইয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে  ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামরাই সরকালি কলেজ ও মর্নিংভিউ কিন্ডারগার্ডেন স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। তবে চোখে পড়ে বেশ কিছু অনিয়মও।কুমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়,  বেশ কিছু ভোটারের ক্রমিক নাম্বার মিল না থাকায় ভোট দিতে না পেরে বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার মো. আবু নাসের টুকু জানান, কেন্দ্রের বাইরে থেকে ভোটারদের দেওয়া স্লিপের সাথে ভেতরের তালিকায় মিল না থাকায় কিছু সমস্যা হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ৩০টি মোবাইল টিমের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া