adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুদানের আড়াই কোটি ডলার হস্তান্তর করল ভারত

অনুদানের আড়াই কোটি ডলার হস্তান্তর করল ভারতনিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সোমবার আড়াই কোটি ডলারের সমপরিমাণ (প্রায় ১৯৪ কোটি টাকা) অর্থের একটি চেক অনুদান হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে তুলে দেন।
বাংলাদেশের উন্নয়নে ২০১২ সালে ২০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ অনুদান দেওয়ার প্রতিশ্র“তি দেয় ভারত। এর আগে তিন ধাপে ওই অনুদানের মধ্যে ১৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করে দেশটি। চতুর্থ ধাপে সোমবারের ছাড় নিয়ে প্রতিশ্র“ত অনুদানের মধ্যে মোট সাড়ে ১৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করল ভারত।
ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ভারতীয় দূতাবাস আরও জানায়, বাংলাদেশের উন্নয়নে দেশটি ৮০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে দিয়েছে। ওই ঋণের অর্থে ১৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সোমবারের বৈঠকে ওই প্রকল্পগুলোরও খোঁজ-খবর নেন পঙ্কজ শরণ।
ভারতীয় বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার দেশটিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার ইতিবাচক মনোভাব দেখানোয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার। পঙ্কজ শরণ জানান, বাংলাদেশ সরকারের এই ইতিবাচক মনোভাব ভারতের বিনিয়োগকে উতসাহিত করবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া