adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬৩ বছরের পুরনো বাইপ্লেনে অর্ধেক বিশ্ব ভ্রমণ

1601_98108_0আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের এক নারী অভিযাত্রী একটি ৬৩ বছরের পুরনো বাইপ্লেনে চড়ে ১৪ হাজার ৬০০ নটিকাল মাইল পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।
গত অক্টোবর মাসে ব্রিটেনের ফার্নবরা থেকে যাত্রা শুরু করেন ৫৩ বছর বয়সী ট্রেসি কার্টিস-টেলর।‘স্পিরিট অব আর্টেমিস’ নামের ওই খোলা ককপিটের বিমানে করে তিনি তিনটি মহাদেশের ২৩টি দেশের ওপর দিয়ে উড়ে গেছেন। এর মধ্যে বিমানে তেল ভরার জন্য মোট ৫০ বার থামতে হয়েছে তাকে।কার্টিস-টেলরের এই বাইপ্লেনটি ১৯৪২ সালের বোয়িং স্টারম্যান বিমান।অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবতরণের পর কার্টিস-টেলর এক টুইট বার্তায় তার এই অভিযানে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।এই অভিযানে মিস কার্টিস-টেলর ফার্নবরা থেকে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনা হয়ে তুরস্কের ইস্তাম্বুলে যান। সেখান থেকে জর্দানের রাজধানী আম্মান হয়ে তিনি আবুধাবিতে পৌঁছান।এরপর আরব সাগর পাড়ি দিয়ে তিনি পাকিস্তানের করাচি হয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে পৌঁছান।পূর্ব এশিয়ায় কার্টিস-টেলর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা হয়ে তিমুর পৌঁছান। সেখান থেকে তিনি তার অভিযানের শেষ গন্তব্যস্থল সিডনিতে অবতরণ করেন।তবে ইউরোপ থেকে অস্ট্রেলিয়া যাত্রায় ট্রেসি কার্টিস-টেলরই প্রথম কোরনা অভিযাত্রী নন। ১৯৩০ সালে এমি জনসন নামে এক নারী প্রথমবারের মতো এই পথ পাড়ি দিয়েছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া