adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোলবন্যায় আরব আমিরাতকে ভাসাল বাংলাদেশের মেয়েরা

গোলের পর সানজিদা, কৃষ্ণা রানীদের উল্লাস {focus_keyword} আরব আমিরাতকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ  photo 11 e1413552254908হুমায়ুন কবির সম্রাট : জিতেই চলেছে বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে জর্ডানের বিরুদ্ধে ঘাম ঝড়িয়ে একমাত্র গোলে জয় পেলেও আজ তারা হেসেখেলে জয় তুলে নেয় আরব আমিরাতের বিরুদ্ধে। 
আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের  বাছাই পর্বেও নিজস্ব দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় তুলে নেয় স্বাগতিকরা। সংযুক্ত আরব আমিরাতকে রীতিমত বিধ্বস্ত করেছে মনিকা চাকমারা। হারিয়েছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।
প্রথম ম্যাচেই শক্তিশালি জর্ডানকে ১-০ গোলে হারিয়ে চমক দিয়ে শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব- ১৬ দলের মেয়েরা। দ্বিতীয় দিনেও তারা মাঠে বেশ দুর্দান্ত। শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানের বিশাল জয়ই সেই দাপুটে খেলার বড় প্রমাণ। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গোলাম রাব্বানির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে মেয়েরা। ছয় মিনিট পার হতেই বিপাশার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এসময় কৃষ্ণা রানীর পাসে বল পেয়ে গোল করেন তিনি। তিন মিনিট পর আবারও গোল। এবার আরব আমিরাতের গোলরক্ষককে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন সানজিদা। এসময় ডি বক্সের বাঁ প্রান্ত থেকে লুপ করে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তিনি।
আরব আমিরাতের জালে বাংলাদেশের মেয়েদের আক্রমণ {focus_keyword} আরব আমিরাতকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ  photo 31 e1413552285577ম্যাচের ২৩ মিনিটে ব্যাক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সানজিদা। প্রথমার্ধ শেষ হবার তিন মিনিট আগে মৌসুমির পাস থেকে আরও একবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ব্যবধান ৪-০ করেন বাংলাদেশের ফরোয়ার্ড কৃষ্ণা রানী।
দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে বাংলাদেশের আক্রমণ। সফলতাও আসে ৬৮ মিনিটে। এসময় বিপাশার পাস থেকে ব্যাক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোল করেন কৃষ্ণা রানী। ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় লিপি বল পেয়ে যান ডি বক্সের ভিতরেই। এসময় বাঁ প্রান্ত থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন লিপি। ফলে ৬-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া