adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লতিফ সিদ্দিকীর ফাঁসি চাইলেন এরশাদ

লতিফ সিদ্দিকীর ফাঁসি চাইলেন এরশাদনিজস্ব প্রতিবেদক : ধর্ম অবমাননার দায়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসি চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মঙ্গলবার এ সব কথা বলেন তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘পবিত্র হজ নিয়ে লতিফ সিদ্দিকী যা বলেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি গর্হিত এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। একজন মুসলমান কখনোই এভাবে কথা বলতে পারেন না। এ অপরাধে তার ফাঁসি হওয়া উচিত।’
সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তাকে (লতিফ সিদ্দিকী) দল ও সরকার থেকে সড়িয়ে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। লতিফ সিদ্দিকীর যাতে সংসদ সদস্য পদ না থাকে সে ব্যবস্থাও নিতে হবে। এমন লোকের সংসদে বসার কোনো নৈতিক অধিকার নেই।’
এরশাদ বলেন, ‘বর্তমান সরকার রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। সর্বশেষ লতিফ সিদ্দিকীর ইস্যুও সরকার ভালভাবে সামাল দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশে কোনো আন্দোলন নেই, হরতাল-অবরোধ নেই, জ্বালাও-পোড়াও নেই, ভাঙচুর নেই। এ অবস্থায় মানুষ শুধু সুশাসন চায়। সরকার সুশাসন উপহার দিতে পারলেই তারা সফল হবে। না হয় মানুষ মুখ ফিরিয়ে নেবে।’
এরশাদ বলেন, ‘যে যাই বলুক বর্তমান সরকার বৈধতা পেয়ে গেছে। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু জনগণ ৫ জানুয়ারির নির্বাচনের কথা ভুলে গেছে। দেশে-বিদেশে এখন আর এই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলছে না।’
তিনি বলেন, ‘বিএনপি বিলীন হওয়ার পথে। তাদের কোনো অস্থিত্ব নেই। নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছে, এখনও সেই ভুলের মাশুল দিচ্ছে। দল না গুছিয়েই আন্দোলন করে সরকার হঠাতে চেয়েছে তারা। এটি ছিল ভুলল কৌশল। যে কারণে রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে বিএনপি। আন্দোলন করে আর সরকার হটানোর ক্ষমতা তাদের নেই।’
এরশাদ বলেন, ‘মানুষ এখন জাতীয় পার্টিকেই বিকল্প ভাবছে। বিএনপিরও অনেকে এখন জাতীয় পার্টিতে আসার জন্য যোগাযোগ করছে। দল গোছাতে পারলে, সুসংগঠিত করতে পারলে, ভাল প্রার্থী দিতে পারলে জাতীয় পার্টি নির্বাচনে জয়ী হয়ে আগামীতে এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি দলের চেয়ারম্যান। রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা। তাই আশা করব দলীয় নীতি-নির্ধারণী কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আমার সঙ্গে আলোচনা করে নেবেন। এতে দলই বেশি লাভবান হবে। আর বিরোধীদলীয় নেতা হওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কখনও ছিল না।’
তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতি ছিলাম, সেনাপ্রধানও ছিলাম। নতুন করে এখন আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি সংসদে বন্দি হয়ে থাকতে চাইনি। আমার আর মহাসচিবের এখন একটাই টার্গেট আর তা হলো সারাদেশ ঘুরে জাতীয় পার্টিকে শক্তিশালী ও সুসংগঠিত করা। যাতে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এককভাবে ক্ষমতায় যেতে পারি।’
তিনি বলেন, ‘আমি এবং মহাসচিব দলকে শক্তিশালী করতে মাঠে-ময়দানে ছুটে বেড়াচ্ছি। দল নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। ফলে জাতীয় পার্টি নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি জনসভা করবে। মার্চে সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দল গোছানোর কাজ শেষ করা হবে।’
এরশাদ বলেন, ‘দলে কোনো বিরোধ বা বিভেদ নেই। রংপুর জাতীয় পার্টিতেও কোনো বিভক্তি নেই। মশিউর রহমান রাঙ্গা মহানগর ও জেলার সভাপতি ছিলেন। তাকে সড়িয়ে দেয়ায় সে ক্ষুব্ধ হয়ে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটিয়েছে। কিছু কথা বলেছে। পরে আবার আমার কাছে এসে সে মাফ চেয়েছে। নতুন নেতৃত্ব দল গোছাচ্ছে।’
তিনি বলেন, ‘আমার মৃত্যুর পর জাতীয় পার্টি বেচে থাকলে আমিও মানুষের মাঝে বেঁচে থাকবো। আমার কাছের আত্মীয়দের মধ্যে হয়তো কেউ দলের হাল ধরতে পারবে না। তবে আমার জম্মস্থান রংপুরের থেকেই কেউ দলের হাল ধরুক এটা আমার একান্ত ইচ্ছা।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমার ভাতিজা ইসিফ শাহরিয়ার এখন রংপুর জাতীয় পার্টিকে গুছিয়ে রেখেছে। আমার স্ত্রী এখন সংসদীয় দলের প্রধান। এটা বাংলাদেশের রাজনীতিতে এ প্রথম দলের চেয়ারম্যান একজন আর সংসদীয় দলের নেতা আরেকজন।’
এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ ও প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া