adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপের জন্য পেলের গান

shamim 7স্পোর্টস ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শাকিরার ছন্দ থাকছে না। তবে বিশ্ব মাতাতে প্রস্তুত পিটবুল-জেনিফার লোপেজ ও ক্লদিয়া লেইটেরা। কিন্তু এদের ছাপিয়ে ব্রাজিলের ফুটবলসম্রাট পেলে এবার বিশ্বকাপে হাজির হচ্ছেন গীতিকার হিসেবে।
পিটবুল-জেনিফার লোপেজ ছাড়াও আরেকটি থিম সং গেয়েেেছন রিকি মার্টিন। জনপ্রিয় সব তারকার গান স্বত্তেও ফুটবল সম্রাট নিজেই লিখে ফেলনেল বিশ্বকাপের উন্মাদনার গান। হাজার হলেও নিজের দেশে বসছে বিশ্বকাপের আসর। তাই নিজের উন্মাদনকে প্রকাশ করলেন গানের ভাষায়।
বিশ্বকাপ উপলক্ষ্যে নিজের লেখা গান সম্পর্কে পেলে বলেন, বিশ্বকাপের জন্য যেসব গান লেখা হয়েছে সেগুলো ঠিক ব্রাজিলিয়ান ফ্লেভারের নয়। তিনি আরো বলেন, ‘রিকি মার্টিনের গানটি শুনেছি। এটি আমার হৃদয় ছুঁতে পারেনি। অন্য গানটিও প্রায় অনুরূপ। এখন ব্রাজিলিয়ান গান প্রয়োজন। তাই ব্রাজিলিয়ান ফ্লেভারের স্বাদে আমার গান লেখা।
ফোলহা ডি সাও পাওলো পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে নিজের গানের প্রথম কলিও গেয়ে শোনালেন পেলে, ‘ ইটস গিভ মি সো মাচ হ্যাপিনেস, ইটস মেইড মি ক্রাই, ফুটবল ইস ইন আওয়ার নেশনস ’।
 অর্থাৎ, ‘এটি আমাকে অনেক সুখি করেছে, আমাকে কাঁদিয়েছে, ফুটবল আমাদের জাতির শিরায়শিরায়’।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া