adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীন বাংলাদেশে শিক্ষার্থীদের হাতে পাকিস্তানী পতাকা!

imagesডেস্ক রিপোর্ট : স্কুল ও মাদ্রাসার ৪৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশী পতাকার পরিবর্তে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে পাকিস্তানী পতাকা! মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমন কর্মকাণ্ডে তোলপাড় শুরু হয়েছে গোটা শিক্ষা প্রশাসনে। প্রমাণসহ তথ্য- উপাত্ত তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে চিঠি পাঠিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এদিকে শিক্ষামন্ত্রী এ ঘটনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন অধিফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনকে।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দেন। এ প্রতিযোগিতার আয়োজক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। শনিবার স্টেডিয়ামে শিক্ষার্থীদের মাঝে পতাকা বিতরণকালে দেখা যায় বাংলাদেশী পতাকার সঙ্গে হাজার হাজার পাকিস্তানী পতাকাও রয়েছে। এর একদিন আগেই পতাকা হাতে পেয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও অধিদফতরকে বিষয়টি অবহিত করে। এর পরও অনুষ্ঠানে বাংলাদেশী পতাকার সঙ্গে কিছু পাকিস্তানী পতাকা বিতরণ করা হয়। পরে বিষয়টি নিয়ে আপত্তি উঠলে তাতক্ষণিকভাবে পতাকা বিতরণ বন্ধ করা হয়। জানা গেছে, টেন্ডারের মাধ্যমে পতাকা বানিয়ে তা সরবরাহ করা হয় স্কুল ও মাদ্রাসাগুলোতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। রবিবার বিষয়টি স্বীকার করলেও শনিবার রাতে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমি এই আয়োজক কমিটির সভাপতি। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। অন্যদিকে, কমিটির সাধারণ সম্পাদক উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) ফারহানাও অস্বীকার করে বলেন, এ ধরনের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। এমন কোন কিছুই আমরা শুনিনি। যদিও শনিবার মন্ত্রণালয় ও অধিদফতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মৌখিক অভিযোগের পর রবিবার রাতে মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের পক্ষ থেকে প্রমাণ হিসেবে পাকিস্তানী পতাকা এবং পতাকা বিতরণের ছবি জমা দেয়া হয় মহাপরিচালকের কাছে। এ ধরনের ঘটনার দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে মহাপরিচালকের কাছে আবেদন জানান কলেজের গবর্নিং বডির সদস্য ও মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার। তাঁর আবেদনের পর রাতে অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক আতাউর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন অধিদফতরের মহাপরিচালক। জানা গেছে, পাকিস্তানী পতাকা সরবরাহ করায় ক্ষুব্ধ হন আইডিয়াল স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ খান মেননও। জ-ক

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া