adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : কোনো ধরনের পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়াল না করে শিশুদের মধ্যে দুই ধরনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। শিশুদের জন্য ক্যাপসুল পরীক্ষার পর বিতরণ করতে বলেছেন আদালত।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এনে বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। পরীক্ষা ছাড়া ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ না করার জন্য স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আদেশ দেয়া হয়েছে।
বুধবার দৈনিক কালের কণ্ঠে ‘এবারও অনুমোদনবিহীন ভিটামিন এ ক্যাপসুল শিশুদের মুখে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনটি নজরে আসায় ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়া ওই ভিটামিন এ ক্যাপসুল বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেয় হাইকোর্ট।   
উল্লেখ্য, সরকার ২০১২ সালে কোনো ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়াই দুই ধরনের (লাল ও নীল রঙের) মোট দশ কোটি পিস ভিটামিন এ ক্যাপসুল শিশুদের মাঝে বিতরণ করে। এ বছরও তিন কোটি ৬৫ লাখ পিস ভিটামিন এ ক্যাপসুল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া