adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক গার্ডিয়ানকে শেখ হাসিনা – বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান

pm1443226657আন্তর্জাতিক ডেস্ক : টেকসই উন্নয়ন ল্যমাত্রা (এসডিজি) অর্জনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাাতকারে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ঢাকায় গার্ডিয়ানকে এ সাাৎকার দেন তিনি। ১৬ সেপ্টেম্বর শেখ হাসিনার সাাৎকারভিত্তিক প্রথম প্রতিবেদন প্রকাশ করে দৈনিকটি।শুক্রবার প্রতিবেদনের তৃতীয় কিস্তি প্রকাশ করা হয়।
 
শেখ হাসিনা বলেন, ‘ জাতিসংঘ এসডিজি গ্রহণ করলে উন্নয়নশীল দেশ হিসেবে সেটি আমাদের জন্য ভাল সুযোগ দেবে। তবে এই উন্নত দেশগুলো যেসব প্রতিশ্রুতি দেয় সে বিষয়ে আমি বলতে চাই। মাঝে মাঝে আমরা যখন এই ধরণের বৈঠকগুলোতে অংশ নিই, অনেক প্রতিশ্রুতি আমরা পাই। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির খুব সামান্য অংশ আমরা কার্যকর হতে দেখি।’
 
প্রধানমন্ত্রী বলেন,‘ জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তার মতো আমাদের অনেক ইস্যু রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা অর্জন করেছে। আমাদের জনগণ অন্তত দু’বেলা খাবার পাচ্ছে। তবে পুষ্টির বিয়টি ভিন্ন, বিশেষ করে শিশুদের জন্য।
 
তিনি বলেন, ‘এ কারণে আমি অবশ্যই বিশ্ব নেতাদের তাদের প্রতিশ্রুতি রা করতে বলব। বিশ্ব নেতাদের উচিত তাদের প্রতিশ্রুতি রাখা, বিশেষ করে উন্নত দেশগুলো।’
 
২০০০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৫ বছর মেয়াদী সহস্রাব্দ উন্নয়ন ল্যমাত্রা (এমডিজি) গৃহীত হয়েছিল। চলতি বছর এমডিজির মেয়াদ শেষ হয়েছে।  বিশ্বকে ুধা ও দারিদ্রমুক্তসহ ১৭টি েেত্র েেত্র  এগিয়ে নিতে ১৬৯টি নতুন ল্যমাত্রা নিয়ে শুক্রবার জাতিসংঘে এসডিজি বা টেকসই উন্নয়ন ল্যমাত্রা গৃহীত হয়েছে।
 
এমডিজিতে সাফল্যের দিকে ইঙ্গিত করে হাসিনা বলেন, ‘আমাদের অনেক অর্জন রয়েছে, তাই আমরা অন্যদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারি।’
 
তবে বাংলাদেশের জন্য হাঁপানিসহ যারোগ এখনো প্রধান উদ্বেগের বিষয়। কারণ যানবাহণের ধোঁয়ার কারণে ঢাকা প্রচণ্ড দূষণের নগরী। এছাড়া শিশু পুষ্টির বিষয়টিও এখনো বেশ বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সমস্যার কথা অস্বীকার না করে ২০০০ সাল থেকে অর্জিত সার্বিক উন্নয়নের ওপর জোর দেন।
 
তিনি বলেন, ‘প্রতিটি ল্েয আমাদের অসাধারণ অর্জন রয়েছে। আর সে কারণে বাংলাদেশ জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলোর কাছ থেকে অনেক পদক পেয়েছে। এখন আমাদের পরবর্তী পদপে হচ্ছে এসডিজি গ্রহণ করা।জাতিসংঘের আগামী অধিবেশনে ( বর্তমানে নিউ ইয়র্কে  চলছে) আমরা এটি গ্রহণ করব। বাংলাদেশ এ ব্যাপারে খুবই সক্রিয়।’
 
শেখ হাসিনা বলেন, তার ল্য ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের মর্যাদায় নিয়ে যাওয়া।
 
তিনি বলেন, ‘ এ দেশকে দারিদ্রমুক্ত করাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের আরো অনেক বেশি কিছু করার আছে। যখন আমি দেশকে দারিদ্র্য ও ুধামুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারব, সম্ভবত তখনই আমি বলতে পারব আমি গর্বিত।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া