adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাস্টবিনে ফেলে দিলো ইউক্রেনের সংসদ সদস্যকে

আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার ইউক্রেনের এক সাংসদকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা। ইউক্রেনের বর্তমান ক্ষমতাসীন দল ও তার মিত্ররা মঙ্গলবার সংসদে একটি বিল পাস করলে ওই বিলের বিরুদ্ধে সংসদ ভবনের সামনে প্রতিবাদ করে প্রতিবাদকারীরা। এসময় সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ভিতালিই জুরাভস্কি নামের ওই সংসদ সদস্যের উপর চড়াও হয় উপস্থিত প্রতিবাদকারীরা।
সরকারি বিভিন্ন দপ্তর থেকে দুর্নীতিগ্রস্ত সদস্যদের উৎখাত করার জন্য দীর্ঘদিন ধরেই দেশটির সাধারণ জনগণ দাবি জানিয়ে আসছিল। প্রতিবাদ সমাবেশ থেকে বিক্ষুব্ধ জনতা হতাশার সুরে ‘স্বাধীনতা!’ বলে স্লোগান দিতে থাকে। এসময় সংসদ ভবনের বাইরে জুরভস্কি উপস্থিত হলে উত্তেজিত জনতার ভেতর থেকে কয়েকজন তাকে জোরপূর্বক ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। যদিও ঘটনার মাত্র ২৫ সেকেন্ড পরেই সেনাবাহিনীর সদস্যরা সাংসদ জুরভস্কিকে উদ্ধার করে নিয়ে যায়।
জুরভস্কি এবং অন্য কয়েকজন সংসদ সদস্যকে ইউক্রেনের সরকারি দপ্তরে দুর্ণীতির জন্য দায়ি করা হয়। গত জানুয়ারি মাসে বাকস্বাধীনতা হরণ বিষয়ক একটি বিল পাস হয় ইউক্রেনের সংসদে। আর এই বিলটি পাস করানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল জুরভস্কিসহ কয়েকজন সাংসদের। উল্লেখ্য যে, গত দশদিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর অডেসাতে এরকমই একটি ঘটনা ঘটে।

জুরভস্কিকে ডাস্টবিনে ফেলে দেয়ার ঘটনাটি প্রতিবাদকারীদের পক্ষ থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া