adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে আজ সংবিধান সংশোধন বিল পাস হচ্ছে

Parliament_Bangladesh-4নিজস্ব প্রতিবেদক : অনুমোদনের এক মাস সময়ের মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধন বিল আজ বুধবার জাতীয় সংসদে পাস হচ্ছে। আজকের অধিবেশনে যথাসময়ে উপস্থিত থেকে বিভক্তি ভোটে অংশ নেয়ার জন্য সব সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে বিল পাশের প্রস্তুতি সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রীও তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবিধান সংশোধন বিল পাসের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এ ধরনের বিল কণ্ঠভোটের সঙ্গে সঙ্গে বিভক্তি ভোটের মাধ্যমে পাস করানোর বিধান আছে। সে কারণে ভোটের ব্যালটও তৈরি করা হয়েছে। সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটির পক্ষে-বিপক্ষে ভোট দেয়ার পর লবিতে রাখা ব্যালটে স্বাক্ষরের মাধ্যমেও ভোট দেবেন।
সংসদ সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, হাজি মোঃ সেলিম, তাহজীব আলম সিদ্দিকী বিলের ওপর কয়েকটি সংশোধনী প্রস্তাব জমা দিয়েছেন।
উল্লেখ্য, বিচারপতিদের অপসারণ বা অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন আইন ২০১৪ গত ১৮ আগস্ট মন্ত্রিসভা অনুমোদন দেয়। পরে ৭ সেপ্টেম্বর বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বর্তমান সংবিধানের ৯৬ অনুচ্ছেদের পরিবর্তে ৭২-এর সংবিধানের যে অংশ প্রতিস্তাপিত হবে তা হলোÑ ‘(২) প্রমাণিত
অসদাচরণ বা অসামর্থ্যরে কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাবে না। (৩) এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত বা প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন। (৪) কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয়পদ ত্যাগ করিতে পারিবেন’।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে যথাক্রমে অভিশংসন, পদত্যাগ ও অপসারণ সম্পর্কিত ১৯৭২ সালের বিধান অপরিবর্তিত থাকলেও বিচারকের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত হয়, যা সংবিধানের ৯৭ অনুচ্ছেদের চেতনার পরিপন্থী। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদে রাষ্ট্রের অন্যান্য অঙ্গের মতো উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহির নীতি বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান আছে। বিলটি আইনে পরিণত হলে স্বাধীন বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বিচার বিভাগের জবাবদিহি থাকাসংক্রান্ত সংবিধানের মৌলিক কাঠামো সমুন্নত থাকবে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া