adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাট-বলের শব্দে মুখর ক্ষুদে ক্রিকেটারদের প্লাটফর্ম

নিজেস্ব  প্রতিবেদক : বুকের ওপর থেকে বল নামিয়ে ব্যাট দিয়ে ‘কাট’ করে সামনে ফিরিয়ে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে চলছে ছেলে। প্র্যাকটিস নেটের পেছনে বসে সেই দৃশ্য দেখে বাবাও উল্লাসিত। আগামীর ক্রিকেটার গড়ে তুলতে রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদের ছোট্টা মাঠে প্রশিক্ষণের একটি মুহূর্ত এটি।  বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলও এই মাঠ থেকেই উঠে এসেছে। ছোট্ট দেয়াল ঘেরা পল্লীমার মাঠ বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের ৬ দিনই বল-ব্যাটের শব্দে মুখর থাকে। আশেপাশে কোনও মাঠ নেই। আর উন্মুক্ত মাঠ দুই একটি পাওয়া গেলেও সেখানে জায়গা পাওয়া কঠিন। মাঠের সংকটের কারণে অনুশীলনের সুযোগ কম। সম্প্রতি পল্লীমার মাঠে ছেলের অনুশীল উপভোগকালে এসব সমস্যার কথা তখন বলছিলেন একজন অভিভাবক। ‘খেলোয়াড় তার প্রতিভা দিয়েই হবে তবে মাঠতো থাকতে হবে’-এমন প্রতিক্রিয়া খিলগাঁও এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান। বারিধারায় ফ্রেন্ডশিপ নামে একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন তিনি। ছেলে সাউথ পয়েন্ট স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। শুক্র, শনি এবং সোমবার ছেলের প্রশিক্ষণ সময়। কিন্তু স্কুল খোলা চলাকালে সোমবার আসা হয় না। মাঠের পাশে দাঁড়িয়ে  বলেন, ছেলেদের ক্রিকেট অনুশীলনে এখন বড় সমস্যা মাঠ সংকট এবং দক্ষ প্রশিক্ষকের অভাব। সরঞ্জাম পাওয়াও একটা প্রতিবন্ধকতা। ভালো সরঞ্জাম দু’একটা জায়গা ছাড়া কোথাও মেলে না। পল্লীমা সংসদের ভেতরে মাঠে পাশে বসে দায়িত্ব পালন করছেন সংসদের ক্রিকেট ইউংয়ের একজন। তিনি বলেন, এখানে মাঠ ছোট হলেও অন্যান্য সুবিধা ভালো। শুধু বৃহ্সপতিবার ছাড়া সপ্তাহের ৬ দিনই খেলা হয়। শুক্র ও শনিবার স্কুল বন্ধ থাকে বলে সকালে খেলা চলে। অন্য দিনগুলোতে বিকেলে আড়াইটার পর খেলা হয়। এখানে ৮ থেকে ১৬ বছর পর্যন্ত ৩টা গ্র“ুপে খেলা হয়। প্রত্যেকটা গ্র“প সপ্তাহে তিনদিন খেলতে পারে। মাসে ৬শ’ টাকা ফি নেয়া হয়। পল্লীমার মাঠে দিক নির্দেশনা দিচ্ছেন একজন সহকারি কোচ। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়রা ভালো খেলতে পারে। কিছু খেলোয়াড় আছে যাদের আমরা টার্গেট করে পরিচর্যা করি। তবে লেখাপড়ার কারণে অভিভাকরা শুরুতে ভর্তি করে দিলেও প্রশিক্ষণ চালাতে পারে না অনেকে। ক্রিকেট খেলার জন্য তৈরি হওয়া দীর্ঘ প্রক্রিয়া বলে মনে করেন এই প্রশিক্ষক। মাঠেই ব্যস্ত পাওয়া গেলো পল্লীমার ক্রিকেট ইউংয়ের সেক্রেটারি জসিম উদ্দিন কবির বাবুকে। তিনি বলেন, বিসিবি অধীনে রেজিস্ট্রেশন প্রাপ্ত ৪০টিরও মতো ক্রিকেট প্রশিক্ষণ ক্লাব আছে। এসব ক্লাব জেলা পর্যাযের খেলায় অংশ নেয়। পল্লীমা ভালো ৫টি ক্লাবের একটি। ১৯৯৮ সালে রকিবুল হাসানের হাত ধরে ক্লাবটির যাত্রা। এখন পল্লীমা সংসদ নিজেই পরিচালনা করছে এ ক্লাব। প্রতি দু’বছরের জন্য ১২ জনের কমিটি এ ক্লাব পরিচালনা করে। এখানে ক্রিকেটের জন্য আলাদা জিম সেন্টার আছে। সকাল বিকাল শিফট মিলিয়ে মোট ১২ জন কোচ আছেন। জাতীয় দলের কোচ ওবায়দুল গণি এখানের উপদেষ্টা আর হোডকোচ আছেন ৪ জন, ৭ জন সহকারি কোচ মাঠে প্রশিক্ষণ দিয়ে থাকেন। ছাত্রসংখ্যা প্রায় আড়ইশ জানান তিনি।  তিনি বলেন, অনেক অভিভাবক তাদের সন্তানকে এখানে ভর্তি করতে আসেন। কিন্তু জায়গা সংকটের কারণে সকলকে নেওয়া সম্ভব হয় না। মাঝে মাঝে এক দেড় হাজার টাকায় অন্য মাঠ ভাড়া নিয়ে প্রশিক্ষণ অব্যাহত রাখি। একজন ক্রিকেট অনুরাগী হিসেবে তিনি বলেন, এখন যুগ খারাপ। মহল্লায় সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসেবে পল্লীমার অনেকগুলো কাজের একটি হলো ক্রিকেট খেলা। এখন ছেলেরা বাসায় কম্পিউটার নিয়ে বসে থাকে। এতে তারা মোটা হযে যায়, ফিটনেস থাকে না। সেটা দূর করতে অনেক অভিভাক ছেলেদের পল্লীমায় ভর্তি করে দেন। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া