adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমানের ‘কিক’ নিয়ে গেম অ্যাপ

স‍ালমান খানবিনোদন ডেস্ক : ‘রা ওয়ান’, ‘বুলেট রাজা’, ‘কৃষ থ্রি’ ছবির গেম তৈরি করে এসব ছবির প্রচারণা চালানো হয়েছিল। ফলও এসেছে ভালো। এবার বাজারে এলো সালমান খানের নতুন ছবি ‘কিক’-এর গেম অ্যাপ। 
রোজার ঈদ উপলক্ষে আগামী ২৫ জুলাই মুক্তি পাবে চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবিটি। এতে ডেভিল চরিত্রে অভিনয় করেছেন সালমান। সে কীভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে জীবনের উদ্দেশ্যর দিকে পৌঁছে যায়, তা নিয়েই এই গেম। ১৯ জুলাই মুম্বাইয়ে এর প্রকাশনা অনুষ্ঠান হয়। 
যদিও অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সালমান জানান, এই গেম নিয়ে তিনি খুব একটা উৎসাহী নন। ৪৮ বছর বয়সী এই তারকার বলেন, ‘বাড়িতে আরহান (আরবাজ খানের পুত্র) এবং নির্ভান, ইয়োহান (সোহেল খানের দুই ছেলে) গেম খেলতে ভালোবাসে। কিন্তু আমি গেম খুব একটা বুঝিও না আর গেম খেলতেও ভালো লাগে না আমার।’ 
এই গেমের মাধ্যমে দর্শকরা ছবিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারবে বলে সংশ্লিষ্টদের আশা। তাই এটি তৈরি করেছে ডিজনি ইন্ডিয়া। এই ‘কিক’ মোবাইল গেম অ্যাপটি অ্যানড্রয়েড এবং উইন্ডোজ দুই ধরনের স্মার্টফোনের উপযোগী হিসেবেই তৈরি হয়েছে।

গেম প্রকাশনার অনুষ্ঠানে সালমানের সঙ্গে ছিলেন ‘কিক’ ছবির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও পরিচালক সাজিদ নাদিয়াড়ওয়ালা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া