adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের কোচ পল কলিংউড

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট দিয়ে আবারও মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ইংলিশরা।

ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড যেহেতু টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ত, তাই আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পল কলিংউডকে।

কলিংউডকে সাহায্যের জন্য ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন মার্কাস ট্রেসকোথিক। আগামী ৩০ জুলাই শুরু হবে আয়ারল্যান এবং ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ।

সিরিজের বাকি দুই ওয়ানডে ১ এবং ৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই সাউদাম্পটনের এজেস বোলে অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের অনুশীলন স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। চোটের কারণে এই স্কোয়াডের জন্য বিবেচনা করা হয়নি তিনজনকে। এরা হলেন ক্রিস জর্ডান (হাতের চোট), প্যাট ব্রাউন (পিঠের চোট) এবং ডেভিড মালান (হাঁটুর চোট)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস এবং সহ অধিনায়ক জস বাটলার এবং জফরা আর্চার, ক্রিস ওকস এবং মার্ক উড নেই এই ২৪ জনের স্কোয়াডে। টেস্টের ব্যস্ত সূচির কথা ভেবে ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে তাদের।

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, হেনরি ব্রুকস, ব্রাইডন কারস, টম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, লরি ইভান্স, রিচার্ড গ্লিসন, লুইস গ্রেগরি, স্যাম হাইন, টম হেলম, লিয়াম লিভিয়স্টোন, সাকিব মাহমুদ,ম্যাথু পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিচ ট্রপলি, জেমস ভিন্স, ডেভি উইলি।- ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া