adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলার পেট থেকে বের হলো ৩৫ কেজির টিউমার

আন্তর্জাতিক ডেস্ক : দিন দিন ফুলে যাচিছল পেট৷ প্রথমদিকে অল্প হলেও পরে বাড়তে থাকে যন্ত্রণা। একটু হাঁটাচলা করলেই হাঁপ ধরত৷ অবশেষে রানি সিং নামে বছর আঠাশের ওই মহিলার পেট থেকে বের হল ৩৫ কেজি ওজনের টিউমার৷ যা দেখে তাজ্জব চিকিত্সকরাই। টিউমারটি কী ধরনের তা জানতে হিস্টো-প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য সেটি পাঠানো হয়েছে। তবে, সেটি নন-ম্যালিগন্যাণ্ট বলেই প্রাথমিক ধারণা চিকিত্সকদের। শনিবার তিনঘণ্টারও বেশি সময় ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই রোগীর অস্ত্রোপচার হয়েছে। চিকিত্সক সোহিনী ভট্টাচার্য ও সার্জেন কৌশিক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ১০জনের মেডিক্যাল বোর্ড বসিয়ে অস্ত্রোপচার করা হয়৷ রোগীর শরীরে তুলনামূলকভাবে হিমোগ্লোবিন কম থাকায় এবং পর্যাপ্ত পরিমাণে এবি পজিটিভের রক্ত না মেলায় খানিকটা ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার শুরু করতে হয় বলে জানিয়েছেন চিকিত্সকরা। 
অস্ত্রোপচার শুরু হলেও যদিও উত্তর দিনাজপুরের কানকির বাসিন্দা ওই বধূ এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন বলে দাবি চিকিত্সকদের৷ তিন সন্তানের মা ওই রোগীর প্লীহা ও গলব্লাডার কেটে বাদ দিয়েছেন চিকিত্সকরা। আপাতত তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেডিক্যালের প্রসূতি বিভাগের চিকিত্সক তথা আইএমএ-র শাখা সম্পাদক সন্দীপ সেনগুপ্ত। তার কথায়, ওভারিয়ান টিউমার সন্দেহ করেই ওই রোগীর অস্ত্রোপচার শুরু করা হয়। কিন্তু পেট কাটতেই প্রমাণ হয় ধারণা ভুল। দেখা যায়, ইণ্টার পেরিটোনিয়ালে বিরাট সিস্ট৷ জলীয় অংশ-সহ টিউমারটির ওজন ছিল প্রায় ৩৫ কেজি। অপারেশন চলাকালীন ধরা পড়ে গলব্লাডারেও প্রচুর পাথর রয়েছে। সেটিও পুরোপুরি বাদ দেওয়া হয়েছে৷ চিকিত্সকরা বলছেন, টিউমারটি যেকোনও মুহূর্তে সেটি ফেটে যেতে পারত। কিংবা লিভার আক্রান্ত হওয়ারও সম্ভাবনা ছিল। ফলে জীবনহানির আশঙ্কা ছিল। এদিন অস্ত্রোপচারের টিমে ছিলেন চিকিত্সক সোহিনী ভট্টাচার্য, বিজন পাটুয়া, নন্দিতা বিশ্বাস ও শ্বেতা চট্টোপাধ্যায়৷ সার্জেন ছিলেন সৌভিক চট্টোপাধ্যায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া