adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাদাদের আজ শেষ ধাক্কাটা দিতে চান স্মিথ

রোববার নাগপুরে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়াস্পাের্টস ডেস্ক : দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। তারপরও স্বপ্নের শেষ নেই তাদের। অস্ট্রেলিয়াকে হােয়াইটওয়াশ করেত চেয়েছিলাে তারা।সে আশায় গুড়ে বালি। চতুর্থ ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।এবার পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ায় উড়াল দিতে চান দলপিত স্টিভেন স্মিথ। আজ বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
অসিদের শেষ চেষ্টা সিরিজটা ৩-২ করার।  অন্যদিকে ভারতও চেষ্টা করবে শেষ ম্যাচটি জিতে একম্যাচ পরই জয়ের ধারায় ফেরতে। নাগপুরের যে মাঠটিতে হবে খেলা সেই ভিসিএ স্টেডিয়ামটি ভারতের অন্যতম হাই-স্কোরিং মাঠ। এখানে খেলা সাতটি ওয়ানডের ছয়টিতেই প্রথমে ব্যাট করা দল ২৯০ এর বেশি রান করেছে।
শেষ দুই ম্যাচের পারফরম্যান্স বিচার করলে অস্ট্রেলিয়া তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের উপর ভরসা রাখতে পারে। শততম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাকানো ডেভিড ওয়ার্নার চেষ্টা করবেন এই ম্যাচেও ভাল করার। দলে সুযোগ পেয়ে দারুণ খেলছেন অ্যারন ফিঞ্চ। দুই ম্যাচে ২১৮ রান নিয়ে এখনো পর্যন্ত সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। তবে অজি মিডল অর্ডার ব্যাটসম্যাননা এখনো নিজেদের মেলে ধরতে পারেনি। এই ম্যাচটি তাদের জন্য হতে পারে রানে ফেরার সুযোগ। প্যাট কামিন্স, নাথান কোল্টার-নিলের সাথে কেন রিচার্ডসনও ভাল বোলিং করেছেন। কোল্টার-নিল পেয়েছেন সিরিজ সর্বোচ্চ ৯টি উইকেট। রিচার্ডসন পেয়েছেন ৭টি উইকেট।

ভারত বেঙালুরুর ম্যাচে জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়েছিল। উমেশ যাদব ও মোহাম্মদ শামি খেলেছিলেন তাদের জায়গায়। নাগপুরেও এই দুজনই নেতৃত্ব দিতে পারেন ভারতীয় পেস আক্রমণের। ভারতের সব খেলোয়াড়ই ফর্মে আছেন। আর মাত্র ৯২ রান করলেই রোহিত শর্মা নবম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬০০০ রান পূর্ণ করবেন। ওপেনিংয়ে তারই সহযোগি আজিঙ্কা রাহানে এই সিরিজে টানা ৩টি ফিফটি করেছেন (৫৫, ৭০ ও ৫৩)। শেষ দুই ম্যাচেই ওপেনিংয়ে ভারত ১০০ এর বেশি রান করেছে। রোহিত ও রাহানে নিশ্চয়ই চেষ্টা করবেন এক্ষেত্রেও ধারাবাহিক হওয়ার।
সিরিজে ব্যক্তিগত পারফর্ম্যান্সে সবচেয়ে এগিয়ে আছেন হার্দিক পান্ডিয়া। এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি (২২২ রান)। মিডিয়াম ফাস্ট বোলিংয়ে উইকেটও পেয়েছেন ৫টি। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব অথবা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল যে কোন একজন খেলতে পারেন পঞ্চম ওয়ানডেতে। সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কুলদীপ। তিনি পেয়েছেন ৭টি উইকেট। চাহালে পেয়েছেন ৬টি উইকেট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া