adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলকে আর গোল না দেয়ার প্রতিশ্র“তি রাখেনি জার্মানি!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিরুদ্ধে প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর দলটিকে আরো বড় লজ্জায় না ফেলার প্রতিশ্র“তি দিয়েছিল জার্মানি।
কিন্তু তারা প্রতিশ্র“তি রাখেনি। দ্বিতীয়ার্ধে তারা দুটি গোল করেছিল। শেষ পর্যন্ত জার্মানি জয়ী হয় ৭-১ গোলে। এটা ছিল বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে শোচনীয় পরাজয়। ব্রাজিলজুড়ে এখন চলছে শোকের কান্না।
জার্মান ডিফেন্ডার ম্যাটস হামেলস বিরতির সময় টিমমেটদের বলেছিলেন, আমরা হাফটাইমের পর পেশাদার থাকতে চেয়েছিলাম। আমরা চাইনি তাদেরকে লজ্জায় ডোবাতে।
তিনি বলেন, আমরা বলেছিলাম, আমরা প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করতে। এত বড় ব্যবধানে জয়ী হতে চাইনি।
তিনি আশা করেন, আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালেও তার দল এমন দুর্দান্ত পারফরমেন্সই প্রদর্শন করবে।
তিনি বলেন, ব্রাজিলের পর দ্বিতীয় গোলের পর স্বাগতিক দল বিভ্রান্ত হয়ে পড়ে। তারা মাঠে আর সংগঠিত হতে পারেনি। এর পর আমরা পঞ্চম গোল পর্যন্ত আর সুযোগ মিস করিনি। এমন ঘটনা প্রতিদিন ঘটে না। তিনি বলেন, আমাদের পা অবশ্যই মাটিতে রাখতে হবে।
তিনি বলেন, আমরা জানি যে আমরা বিশ্বের অন্যতম দল। তবে সবসময় এ ধরনের জয় পাওয়া যায় না। এটা পেতে ভাগ্য লাগে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া