adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনে গড়ে ৯৩ জন মহিলা ধর্ষিত হন ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতিদিন গড়ে ৯৩ জন মহিলা ধর্ষিত হন৷ জাতীয় অপরাধ সংস্থার সাম্প্রতিক খতিয়ান (এনসিআরবি) তুলে ধরেছে এই তথ্যই৷ রেকর্ড অনুযায়ী, ২০১২ সালের তুলনায় গত বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে৷ ২০১২ সালে ২৪ হাজার ৯২৩ জন মহিলা ধর্ষিত হয়েছিলেন৷গত বছর সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৩৩ হাজার ৭০৭-এ৷ ধর্ষণের পরিসংখ্যানে সমস্ত শহরের থেকে এগিয়ে রয়েছে রাজধানী৷ নির্ভয়া কাণ্ডের পরও নয়াদিল্লিতে ধর্ষণ কমেনি বলে এনসিআরবি-এর দাবি৷ 
২০১২ সালে দিল্লিতে ৫৮৫ জন মহিলা ধর্ষিত হলেও ২০১৩ সালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১,১৪১ জনে৷ দিল্লির পরেই রয়েছে মুম্বই (৩৯১), জয়পুর (১৯২) ও পুণে (১৭১)৷ এ তো গেল শহরের হিসাব৷ যদি রাজ্যের কথা ধরা যায়, তা হলে সেক্ষেত্রে এগিয়ে থাকবে মধ্যপ্রদেশ৷ গত বছরের হিসাবে সে রাজ্যে ৪,৩৩৫ জন মহিলাকে ধর্ষণ করা হয়৷ এ বছরের এপ্রিলে মধ্যপ্রদেশে চলন্ত একটি বাসের মধ্যে ১৪ বছরের এক দলিত বালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে পাঁচজনের বিরুদ্ধে৷ 
জমি বিতর্কের জেরে এ বছরের জুনে স্বামী-সহ দশজন এক উপজাতি মহিলাকে গণধর্ষণ করে৷ ধর্ষণের পরিসংখ্যানে মধ্যপ্রদেশের পরেই রয়েছে রাজস্হান (৩২৮প্ত), মহারাষ্ট্র (৩০৬৩ ), উত্তরপ্রদেশ (৩০৫০) ও তামিলনাড়ু (৯২৩)৷ এনসিআরবি-এর তথ্য অনুযায়ী, অধিকাংশ ধর্ষণে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন জড়িত৷ 
অপহরণ করে তরুণীকে ধর্ষণ .. উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি শপিং মলের বাইরে তরুণীকে অপহরণ করে তিন যুবক৷ পরে এদেরই একজন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে শনিবার গাজিয়াবাদের সিয়ানি গেট এলাকার অভিজাত শপিং মল বৈশালী সেক্টর-ওয়ানে৷ পুলিশ সূত্রে খবর, ওই শপিং মলেই কাজ করেন তরুণী৷ সকালে যখন তিনি মলে ঢুকতে যাবেন সেই সময় একটি সাদা গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায়৷ গাড়িতে ছিল তিন যুবক, গৌরব, সৌরভ ও অরুণ৷ তিনজনে তরুণীকে অপহরণ করে নিয়ে যায় নয়ডার সেক্টর ২২-এ৷ সেখানে অরুণ তাঁকে ধর্ষণ করে৷ পরে সন্ধ্যায় ইন্দিরাপুরম থানায় অভিযোগ দায়ের করেন তরুণী৷  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া