adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী বিএনপি নেতাদের স্ত্রীদের সংবাদ সম্মেলন

image_61506_0রাজশাহী: রাজশাহীতে বিএনপির নেতাদের স্ত্রীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, “বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙচুর ও তাণ্ডব চালাচ্ছে, যা পাকবাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।”

শনিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর অভিযানকালে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিএনপির নেতাদের স্ত্রীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর স্ত্রী অধ্যক্ষ সালমা শাহাদাত, বিএনপির নেতা শাকিলুর রহমানের মা সখিনা বেগম ও বিএনপির নেতা মনিরুজ্জামান শরীফের  স্ত্রী মৌসুমী।

বিএনপির নেতা মিজানুর রহমান মিনুর স্ত্রী অধ্যক্ষ সালমা শাহাদাত বলেন, “বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীতে বিএনপির বেশ কিছু নেতাকর্মীর বাড়িতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়েছে। এসব বাড়ির আলমারি, শোকেস, ফ্রিজ, রাইস কুকার, বাথরুম, আলনাসহ প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির নেতাদের বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞাসা না করেই ভাঙচুর শুরু করে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রাতে ঘুমাতেও ভয় পাচ্ছেন।” আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব তাণ্ডব পাকবাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সালমা শাহাদাত বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর নামে যারা ভাঙচুর চালাচ্ছে, তাদের সঙ্গে সরকারের কোনো পেটোয়া বাহিনীও আছে কি না, তা নিয়ে আমরা সন্দিহান।”

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরিফের স্ত্রী মৌসুমী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বৃহস্পতিবার আমার বাসায় অভিযানের নামে ব্যাপক ভাঙচুর চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় কাউকে কাউকে সিভিল পোশাকেও দেখা গেছে।”

বিএনপির নেতা শাকিলুর রহমান শাকিলের মা সখিনা বেগম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের অনেক ক্ষতি করেছে। নগদ টাকা ও স্বর্ণ নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের স্ত্রী রেবেকা সুলতানা সিমি, মহানগর মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম, যুগ্ম আহ্বায়ক রওশন আরা পপি, রাসিকের প্যানেল মেয়র-৩ নূরুন নাহার, ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জেসমিন ইসলাম প্রমুখ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া