adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : মাঠে বা মাঠের বাইরে তারা দু’জন ছিলেন রীতিমত তারকা। দলের রান মেশিন হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদাও একাধিকবার পেয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দেশের ক্রিকেটকে এত উচ্চ শিখরে নিয়ে যাওয়া এই দুজনই কিনা দেশকে লজ্জায় ডোবালেন বল টেম্পারিংয়ে জড়িত থেকে! ভক্তদের আস্থাও হারালেন তারা! তবে এমন ঘৃণ্য কর্মকা-ের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ডেভিড ওয়ার্নার।

কেপটাউনে বল টেম্পারিংয়ের ঘটনায় মূল চরিত্র হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া চিহ্নিত করেছেন ওয়ার্নারকে। দলনায়ক স্মিথসহ তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড। আর ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য। বুধবার দেশে ফিরেছেন তারা। দেশের মাটিতে পা রাখার আগেই ‘ক্রিকেটকে ও ভক্তদেরকে আহত’ করায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন ওয়ার্নার।

ক্ষমা চেয়ে বিবৃতি দিয়ে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি, এখন আমি সিডনির পথে। আমি যেটা করেছি সেটা ভুল করেছি, যা ক্রিকেটকে ক্ষতি করেছে। এই কর্মকা-ের জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি এবং আমিই এর দায় নিচ্ছি। আমার এ ধরণের কাজ খেলা ও ভক্তদেরকে পীড়া দিয়েছে।’

বল টেম্পারিংয়ের পর প্রথম বিবৃতিতে ওয়ার্নার আরও বলেছেন, ‘সবার ভালোবাসার খেলা ক্রিকেটকে আমি কলঙ্কিত করেছি। আমাকে এখন সময় নিতে হবে। সেই সঙ্গে আমাকে পরিবার, বন্ধু ও বিশ্বস্ত উপদেষ্টাদের সঙ্গে সময় কাটাতে হবে। কয়েক দিনের মধ্যে আমি আবারও কথা বলতে আসবো।’ ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া