adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকে দূতাবাস রক্ষায় আরো ২০০ সেনা পাঠাবে আমেরিকা

ইরাকে দূতাবাস রক্ষায় আরো ২০০ সেনা পাঠাবে আমেরিকাআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাস রক্ষার জন্য আরো ২০০ মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। 
কংগ্রেসের কাছে লেখা এক চিঠিতে সিনেট নেতাকে সেনা মোতায়েনের বিষয়টি অবহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকে যখন সংকট বাড়ছে তখন নতুন করে এ সেনা মোতায়েনের ঘোষণা দেয়া হলো। নতুন সেনা মোতায়েনের ঘোষণা দেয়ার মধ্য দিয়ে ইরাকে মার্কিন মোট সেনা সংখ্যা প্রায় আটশ’তে দাঁড়াবে।
 ইরাকে যে সেনা পাঠানো হবে তাদের মধ্যে নিরাপত্তা বাহিনী, খাড়াখাড়িভাবে উড়তে ও নামতে সক্ষম রোটারি-উইং বিমান এবং গোয়েন্দা ও টহল কাজে সহায়তা দানের বিষয়গুলো থাকবে। 
ইরাকের রাজধানী বাগদাদের আকাশে দৈনিক ৩০ থেকে ৩৫টি অস্ত্রবাহী চালকহীন মার্কিন বিমান বা ড্রোন টহল দিতে শুরু করেছে। বাগদাদে নিযুক্ত মার্কিন কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া