adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসআইএল সন্ত্রাসীরা পৃষ্ঠপোষকদের জন্য বুমেরাং হবে: রাফসানজানি

তাণ্ডব চালাচ্ছে আইএসআইএল সন্ত্রাসীরা (ফাইল ফটো)আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান আকবর হাশেমি রাফসানজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে তৎপর চরমপন্থী গোষ্ঠীগুলো পরবর্তীতে তাদের পৃষ্ঠপোষকদের জন্যই বুমেরাং হবে। এসব সন্ত্রাসী তাদের সমর্থকদের জন্যই হুমকি সৃষ্টি করবে। আজ (সোমবার) রাজধানী তেহরানে তুর্কি রাষ্ট্রদূত ওমিত ইয়ারদিমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
 ইরাক ও সিরিয়ায় তাকফিরি গেরিলাদের বর্বরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের জন্যই ক্ষতি বয়ে আনবে। রাফসানজানি আরও বলেন, তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র সন্ত্রাসীরা ইরাকি জনগণের বিরুদ্ধে মারাত্মক অপরাধ করছে এবং আজ যারা তাদেরকে সমর্থন দিচ্ছে ভবিষ্যতে তারাও এদের হাত থেকে রেহাই পাবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তুর্কি রাষ্ট্রদূত ইরাকে চলমান সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। গত কিছু দিন ধরে ইরাকে আইএসআইএল সন্ত্রাসীরা ব্যাপক সহিংসতা চালাচ্ছে। এর ফলে বহু মানুষ নিহত হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া