adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক : উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলগতভাবে করার পক্ষে মত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন চলার মধ্যে এর পক্ষে বিভিন্ন জনের মত জানানোর পর আওয়ামী লীগ সভানেত্রী তার অবস্থান জানালেন।
বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি উপজেলা নির্বাচনের প্রসঙ্গে বলেন, এই নির্বাচন দলীয়ভাবে হয় না। দল থেকে হলে প্রার্থী মনোনয়ন দেয়া যেত। একটা নিয়ন্ত্রণ থাকত।
এখন না আছে নিয়ন্ত্রণ, না আছে কিছু। আগামীতে এই ইলেকশনগুলো দলীয়ভাবে হওয়া উচিত। স্থানীয় নির্বাচনে দলগতভাবে প্রার্থিতা ঘোষণা ও দলীয় প্রতীক ব্যবহারের আইনি সুযোগ না থাকলেও কার্যত সব রাজনৈতিক দলই প্রার্থী বাছাই করে সমর্থন ঘোষণা করে থাকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করতে আইন সংশোধনের ইঙ্গিত ইতোমধ্যে দিয়েছেন।
এরপর প্রধানমন্ত্রী পুত্র জয় দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের পক্ষে অবস্থান জানালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও তা সমর্থন করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া