adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে হুমকির মুখে মানবাধিকার কর্মীরা :সিভিকাস

ডেস্ক রিপোর্ট : সুশীল সমাজের আন্তর্জাতিক জোট ‘সিভিকাস’ জানিয়েছে বাংলাদেশের সুশীল সমাজ, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মধ্যে যারা মানবাধিকারের কথা বলেন, তারা এই মুহূর্তে হুমকি এবং চাপের মুখে আছেন।
সংস্থটি এক বিবৃতিতে জানায়, বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর বাংলাদেশে একটি অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে৷ ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা এই পরিস্থিতি নিয়ে কথা বলছে বা বলছেন, তারাই নানা ধরনের নির্যাতন এবং হয়রানির শিকার হচ্ছেন৷
সিভিকাস-এর নীতি গবেষণা বিভাগের প্রধান মানদীপ তিওয়ানা বিবৃতিতে বলেন, ‘সম্প্রতিক সময়ে মানবাধিবার সুরক্ষা নিয়ে যারা কথা বলছেন তাদের ওপর অগ্রহণযোগ্যভাবে নজদারি এবং জঘণ্যভাবে হয়রানি করা হচ্ছে৷ ফলে এরই মধ্যে অনেকেই চুপচাপ হয়ে গেছেন৷ আর তার পরেও যারা কথা বলার চেষ্টা করছেন, তাদের কঠিনভাবে হুমকি দেয়া হচ্ছে৷
বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকার সংগঠন অধিকার-এর অস্তিত্ব এখন হুমকির মুখে৷ এই সংগঠনের প্রধান আদিলুর রহমান ও পরিচালক নাসিরউদ্দিন এলান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হয়েছেন৷
এছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের সমালোচনা করায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুমুদুরকে জেলে যেতে হয়েছে এবং তার বিরুদ্ধে অনেকগুলো ফৌজদারি মামলা করা হয়েছে৷
অনেক সাংবাদিক এবং মানবাধিকার কর্মী যারা মানবাধিকারে জন্য কাজ করছেন, তাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় নির্যাতন এবং হয়রানির শিকার হতে হচ্ছে৷ এই অস্পষ্ট আইনে অনলাইনে কথিত মিথ্যা এবং হানিকর তথ্য পরিবেশনের দায়ে ১৪ বছর কারাদণ্ডের বিধান রয়েছে৷
বিবৃতিতে বিদেশি অনুদান গ্রহণে বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবিত আইনেরও সমালোচনা করা হয়েছে৷ বলা হয়েছে, বিদেশি অনুদান নেয়া উন্নয়ন সংস্থা এবং মানবাধিকার সংস্থার কণ্ঠরোধ করার জন্যই আইনটি করা হয়েছে৷ এই আইনে স্বেচ্ছাসেবী সংস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়েছে৷ আইনে বিদেশি অনুদান নেয়ার আগে এনজিও ব্যুরোর অনুমোদ এবং প্রতিমাসের আর্থিক রিপোর্ট জমা দেয়ার বিধানের কথা বলা হয়েছে৷ শুধু তাই নয়, এনজিওগুলোকে ঝুঁকির মধ্যে এবং লালফিতায় বন্দি করার কথাও বলা হয়েছে৷

এই অবস্থায় সিভিকাস বাংলাদেশ সরকারকে সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানিয়েছে৷ দেশে মানবাধিকার রক্ষায় যারা কাজ করছেন তারাসহ সাংবাদিকদের ওপর নির্যাতন-হয়রানি বন্ধ এবং সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পর্যবেক্ষণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া