adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুগশঙ্খের প্রতিবেদন – বাংলাদেশে ৪৫টি ভারতীয় জঙ্গি আস্তানা!

0vvvvvvvvvvvvডেস্ক রিপোর্ট : বাংলাদেশের মাটিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় জঙ্গিদের ৪৫টি জঙ্গি আস্তানা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র একজন শীর্ষ কর্মকর্তা। বিষয়টি নিয়ে গতকাল বিএসএফ’র বিশেষ ডিরেক্টর জেনারেল বি ডি শর্মা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সঙ্গে ফোনে আলাপও করেছেন। ফোনালাপ শেষে বি ডি শর্মা সাংবাদিকদের এসব কথা জানান। এ তথ্য দিয়েছে আসামের দৈনিক যুগশঙ্খ।
যুগশঙ্খের ওই প্রতিবেদনে বি ডি শর্মা আরো বলেন, প্রয়োজনের তুলনায় বিজিবি বাহিনীর মোতায়েন জওয়ানের সংখ্যা কম বলেই বাংলাদেশের মাটিতে জঙ্গিদের একেবারে মুছে ফেলা যায়নি।
তিনি বলেন, এসব আস্তানার মধ্যে কেবল ত্রিপুরার জঙ্গিদেরই রয়েছে ২১টি। এসব আস্তানা মূলত নিষিদ্ধ জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি)-এর।
বিএসএফ’র বিশেষ ডি জি শর্মা বলেন, কোনো সীমান্তই স্রেফ বন্দুক দিয়ে পুরোপুরি সুরক্ষিত করা যায় না। সীমান্তের উভয়প্রান্তে বসবাসকারী জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজন ব্যাপক উন্নয়ন পরিকল্পনা। এরই প্রেক্ষিতে ভারতের পূর্ব সীমান্তে ৬০টি সীমান্ত হাট গড়ে তোলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে বিএসএফ। যাতে সীমান্তের উভয় অংশের মানুষ নিজেদের উতপাদিত সামগ্রী এসব হাটে বিক্রি করতে পারে।
বি ডি শর্মা বলেন, প্রস্তাবিত ৬০টি হাটের মধ্যে মেঘালয়ে ২২টি, ৩২টি পশ্চিবঙ্গে, ৪টি ত্রিপুরায় এবং ২টি আসাম সীমান্তে স্থাপনের কথা বলা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রায় ৪ হাজার কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে ৩ হাজার ৩১৪ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেয়া হবে। এর মধ্যে ২ হাজার ৪১৮ কিলোমিটারে ইতোমধ্যে বেড়া দেয়ার কাজ শেষ হয়েছে। এর ফলে প্রায় ৭০ শতাংশই বেড়া দেয়ার কাজ হয়ে গেছে। বাকি ৩৪২ কিলোমিটার এলাকায় বেড়ার কাজ দ্রুত গতিতে চলছে।
বিএসএফ’র এই শীর্ষ কর্মকর্তা বলেন, বাংলাদেশ-ভারত ৩ হাজার ৬১ কিলোমিটার এলাকায় সীমান্তজুড়ে ফ্লাড লাইটের ব্যবস্থা হবে। তাতে চোরাচালান এবং সীমান্ত অপরাধ ঠেকানো সম্ভব হবে। এর মধ্যে প্রায় ৫৭ শতাংশ অর্থাত ১ হাজার ৭৩২ কিলোমিটারে ফ্লাড লাইট বসানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া