adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে ফের আড়াই কোটি টাকার সোনা উদ্ধার

images (1)ডেস্ক রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৫ কেজি ৬০০ গ্রাম ওজনের ৪৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল ভোর ৪টার দিকে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-০৪৬) কার্গো থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কাস্টমস ইন্টেলিজেন্সের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গত বুধবার দিবাগত রাতে দুবাই থেকে বিজি-০৪৬ এর একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
ওই বিমানের ভেতরে চোরাই সোনা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বিমানের কার্গো হোলের ভেতর কালো ফিতা দিয়ে বাধা অবস্থায় ৪৮টি বার পাওয়া যায়। এগুলোর মূল্য প্রায় আড়াই কোটি টাকা। তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার কোন মালিকের সন্ধান না পাওয়ায় এ ঘটনায় কোন মামলা করা হবে না। তবে উদ্ধারকৃত বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া