adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসেবার মান বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা / বাংলানিউজ ( ফাইল ফটো)নিজস্ব প্রতিবেদক : জনসেবার মান বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে           বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত  থাকতে হবে।

সন্ত্রাস জঙ্গিবাদ দমন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট বলেও উল্লেখ করেন তিনি। অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশের যৌথ প্রচেষ্টায় মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারের মতো অপরাধ রোধ করা সম্ভব।
বেঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া