adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি : যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : কালীগঞ্জে  শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরিরা। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২০জন বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় তাৎণিকভাবে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে আসতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ সময় ট্রলারে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাণ গ্র“পের শ্রমিকরা ছিলেন বলে জানা গেছে। যুবক লিমন (২৩) উপজেলার বাহাদুর সাধুখা গ্রামের কাজল মিয়ার ছেলে। তিনি প্রাণ আর এফ এল লিমিটেডের অপারেটর। মঙ্গলবার সকাল ৮টার দিকে গাজীপুর ও নরসিংদী জেলার সীমান্তে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকরা ট্রলারটিতে করে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাসাইর এলাকার নদীর পূর্বপাশের গুদারা ঘাট থেকে কালীগঞ্জে প্রাণ কারখানার দিকে যাচ্ছিলেন। ট্রলারটি নদীর মাঝখানে  পৌঁছানোর পর হঠাৎ ডুবে যায়। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও এখনো প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এদিকে পরে ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে লিমন নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। নদীতে এখনো উদ্ধারকাজ চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ভূঁইয়া  জানান, এ ঘটনার সময় ট্রলারটিতে ৭০-৮০ জন যাত্রী থাকলেও তাৎণিক অনেকে সাঁতরে তীরে উঠেছে। তবে এখনও প্রায় ২০ জন নিঁখোজ রয়েছেন।উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে থাকতে পারে বলে জানান ওসি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া