adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষিতে বরাদ্দ বৃদ্ধি ১১১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরে বাজেটে  কৃষি খাতের জন্য ১২ হাজার ৩৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের চেয়ে এটি ১১১ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। ২০১৩-২০১৪ অর্থবছরের কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১২ হাজার ২৭৯ কোটি টাকা।
অর্থমন্ত্রী সংসদে বলেন, আমাদের গত মেয়াদে বাংলাদেশ কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। আমরা ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমার বিশ্বাস, অদূর ভবিষ্যতে আমরা একটি বড় কৃষি রপ্তানিকারক দেশে পরিণত হব। আমি কৃষিসংশ্লিষ্ট সবাইকে এ বলে আশ্বস্ত করতে চা, এ দেশের কৃষি খাতকে আরো শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের নেয়া নীতি-কৌশলগু্লাে যেকোনো মূল্যে আমরা অব্যাহত রাখব।
এর আগের ২০১২-১৩ অর্থবছরে কৃষি খাতে বরাদ্দ ছিল ১৪ হাজার ৮২২ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে ছিল ৯ হাজার ৭৬০ কোটি টাকা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া