adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনমন্ত্রী সতর্ক করলেন বিচার বিভাগকে

নিজস্ব প্রতিবেদক : দেশের বিচার বিভাগকে সতর্ক করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের এমন কিছু করা উচিত নয়, যাতে দেশে বিচারিক নৈরাজ্যের সৃষ্টি হয়। তাছাড়া বিচারিক সীমানাও তাদের অতিক্রম করা উচিত নয়।
সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ- শেয়ারিং এক্সপেরিয়েন্স ইন প্রোটেকশন অব হিউম্যান রাইটস’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, জনস্বার্থ বিষয়ক মামলায় বিচার বিভাগ যেসব উদ্যোগ নিয়েছে আমরা তার জন্য স্বাগত জানাই। মানবাধিকার সংগঠনের বিষয়ে তিনি বলেন, দেশে মানবাধিকার সুরায় সরকার একনিষ্ঠ। তাছাড়া দেশে স্বাধীন মানবাধিকার সংগঠনও প্রতিষ্ঠিত করা হয়েছে। সেখানে সরকার কোনো প্রকার হস্তপে করবে না।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার এইচই গ্রেগ উইলকক। প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকরা সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া