adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে জমিতে পানি আটকে যাওয়ায় বিপাকে কৃষক

চাঁদপুরে সরছে না জমির পানি, বিপাকে কৃষকডেস্ক রিপাের্ট : চাঁদপুরে আবাদি জমি থেকে বর্ষার পানি না সরায় আগাম শীতকালীন সবজি চাষ করা সম্ভব হচ্ছে না। এমনকি যথা সময়ে সবজি চাষেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ কৃষক। গত বছর এ সময়ে আগাম শীতকালীন সবজি প্রায় বিক্রির উপযোগী হলেও এবছর বীজ বপনই অসম্ভব হয়ে পড়েছে। এ কারণে শুধু আগাম সবজি নয় রবিশস্য উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে। যার অন্যতম কারণ এ বছর ফসলি জমি থেকে পানি সরছে না। তাছাড়া অসময়েও বৃষ্টিপাত হচ্ছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকেরা।

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট, কেতুয়া, মহামায়া, পল্লী বিদ্যুৎ ও জাফর বাড়ি, হাজীগঞ্জ উপজেলার বাকিলা, কামরাঙ্গা, মনিহার ও কচুয়া উপজেলার ডুমুরিয়া, বাসাবাড়িয়া, সাদিপুরা, নলুয়া এলাকা ঘুরে দেখা যায় উঁচু জমির পানিও সরেনি। উল্টো জমিতে জন্ম নিয়েছে প্রচুর আগাছা। যা পরিষ্কার করতে হচ্ছে কৃষকদের।
কৃষক আয়াত আলী জানান, গত বছর এই সময়ে জমিতে সবজি ছিলো এখন আছে ঘাস। জমি থেকে কবে পানি সরবে, কবে বীজ বপনের উপযোগী করতে তুলবো বুঝতে পারছি না।
অপর দিকে এর প্রভাব পড়েছে চাঁদপুরের কাঁচা বাজারগুলোতে। প্রতিটি সবজির দাম গত বছরের তুলনায় দ্বিগুণ। উঁচু জমিগুলোতে সবজি চাষ না হওয়ায় কাঁচা শাক সবজির দাম তুলনামূলক অনেক বেশি।

বৃষ্টি মৌসুম শেষ হলেও এ বছর অসময়েও বৃষ্টি হচ্ছে। তাই চাঁদপুরের প্রায় ৫ থেকে সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ অসম্ভব হয়েছে পড়েছে। তবে আগাম না হলেও যথাসময়ে শীতকালীন সবজির বীজ বপন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলী আহাম্মদ।
তিনি জানান, এ বছর ধাপে ধাপে বৃষ্টি হওয়াতে পানি সরতে একটু সময় লাগছে। তবে আর বৃষ্টিপাত না হলে আগাম না হোক অন্তত শীতকালীন সবজি চাষ সম্ভব হবে।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, গত শীত মৌসুমে চাঁদপুরের বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদন হয়েছে ৯০ হাজার ৫শ ৮৭ মেট্রিক টন। হেক্টর প্রতি ফলন হয়েছিলো ১৭ দশমিক ৪০ মেট্রিক টন। সবচে বেশি উৎপাদন হয়েছে টমেটো। যা ছিলো ১৫ হাজার ৭শ ৮ মেট্রিক টন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া