adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে

Bangladesh cricket captain Mashrafe Mortaza (R) unsuccessfully appeals for the wicket of Sri Lankan batsman Kusal Mendis (L) during the first one day international (ODI) cricket match between Sri Lanka and Bangladesh at The Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on March 25, 2017. / AFP PHOTO / Ishara S. KODIKARA        (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images) ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ৯০ রানের বড় ব্যবধানে জিতে বাংলাদেশ ১-০তে এগিয়ে। আগামী ২৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে। রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল (শনিবার)। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ টি-২০ সিরিজ। দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৪ এপ্রিল (মঙ্গলবার) ও ৬ এপ্রিল (বৃহস্পতিবার)। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এবং দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া