adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলচিত্র পুরস্কার পেয়েও গ্রহণ করেননি যারা

বিনোদ ডেস্ক : ১০ মে জাতীয় চলচিত্র পুরস্কার ২০১২ এর পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪টি বিভাগে ২৫জনকে এবার পুরস্কার দেওয়া হয়। সে ২৫ জন কারা সে খবর অনেকেই জানেন। কিন্তু পাঠক আপনাদের একটি অন্য খবর দিতে চাই। জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েও তা গ্রহণ করেননি বা ফিরিয়ে দিয়েছেন এমন কয়েকজনের নাম জানাতে চাই আপনাদের। 
১৯৭৭ সালে শাবানার মাধ্যমেই জাতীয় চলচিত্র পুরস্কার গ্রহণ না করার প্রচলন শুরু হয়েছিলো এ দেশে। ওই বছর 'জননী' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য শাবানাকে নির্বাচন করা হলেও তিনি সে পুরস্কার গ্রহণ করেননি। 
১৯৮২ সালে 'বড়ো ভালো লোক ছিল' ছবির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেলেও তা গ্রহণ করেননি সৈয়দ শামসুল হক।   
সুবর্ণা মুস্তফা ১৯৮৩ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য পুরস্কার পেয়েও তা নেননি। 'নতুন বউ' ছবিতে অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছিল। 
১৯৯০ সালে গোলাম মুস্তফাকে 'ছুটির ফাঁদে' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। 
তবে ১৯৯০ এরপর থেকে আজ পর্যন্ত জাতীয় চলচিত্র পুরস্কার গ্রহন না করার ঘটনা পাওয়া যায়নি।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া