adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিরনের আসনে আ.লীগের মনোনয়ন পেলেন তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৫ (সদর) উপ-নির্বাচনে শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেসাকে মনোনয়ন দিয়েছে ামতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন দেয়া হয়।
এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ১২ জুন বরিশাল-৫ (সদর)  উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ। পরে তার আসনটি শূন্য হয়।
উপ-নির্বাচনে রির্টানিং অফিসারের কাছে মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১১ মে। মনোনয়ন যাচাই-বাছাই ১৪ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ মে।
উপ-নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন বরিশাল ও ভোলা জেলা নির্বাচন অফিসার।
বরিশাল-৫ আসনে সম্ভাব্য ভোটকেন্দ্রে ১৫৯টি এবং ভোটগ্রহণ করে সংখ্যা ৮১০টি। মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ২৬১ জন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া