adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন – মধ্যরাতে প্রচার শেষ, প্রার্থী ৩৬৪৫৬

up141458485746নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হবে মঙ্গলবার। রোববার রাত ১২টায় শেষ হচ্ছে প্রচারের সময়সীমা। তাই শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ৭২১টি ইউনিয়নে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতিও প্রায় শেষ করেছে কমিশন। এই ধাপে মোট ৩৬ হাজার ৪৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ হাজার ৮৭টি ভোটকেন্দ্রে ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৭৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। স্থানীয় সরকারের এই নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে।

রোববার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘রোববার রাত দুপুর থেকে কোনো পক্ষ বা প্রার্থী প্রচার চালাতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সদা সতর্ক থাকতে বলা হয়েছে। কিছু কিছু স্থানে বিছিন্ন ঘটনা ঘটেছে। এটা আমাদের নজরে এসেছে।’

ভোটকে সামনে রেখে যে-ই আইন লঙ্ঘন করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ইতিমধ্যে ৫৪ জন চেয়ারম্যান, ১৭৯ জন সাধারণ সদস্য ও ৫৪ জন সংরক্ষিত সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের পর ৬২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও আদালতের নির্দেশে আট ইউপিতে প্রার্থী যোগ হওয়ায় বাকি ৫৪ জন নির্বাচিত হন।

২২ মার্চ মঙ্গলবার ৭২১ ইউপির ভোটের লড়াইয়ে আছেন চেয়ারম্যান পদে ৩ হাজার ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৫ হাজার ৮৪৭ জন ও সংরক্ষিত পদে ৭ হাজার ৫৭৫ জন।

ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের ৭৫২ ইউপির তফসিল ঘোষণা করা হয়।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া