adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে বাস – ট্রাক সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট : নাটোর সদর উপজেলায় পণ্য বোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষে দুই চালকসহ তিন জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হয়বতপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনায় আরো অন্তত ছয় জন আহত হয়েছেন।
নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। নাটোরের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।   
নিহতরা হলেন- ঈশ্বরদীর বাসিন্দা ট্রাক চালক সিরাজুল ইসলাম (৩৫) এবং ‘কেয়া পরিবহনের’ যাত্রী মমিন উদ্দিন (২৫)। তিনি রাজমিস্ত্রি ছিলেন, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে। নিহত বাস চালকের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। বাস যাত্রীদের অভিযোগ, চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা।
হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাগামী ‘কেয়া পরিবহনের’ যাত্রী আবদুল বারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। বারবার সতর্ক করার পরও তিনি গুরুত্ব দেননি।
চলন্ত গাড়ি থেকেই আমরা কেয়া পরিবহনের ঢাকা অফিসে ফোন করে অভিযোগ করেছি। সেখান থেকে ফোনে চালককে সাবধানও করা হয় কিন্তু তিনি কোন কথাই শোনেনি। বলেন ডেন্টাল কলেজের এই শিক্ষার্থী।
মুখোমুখী সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া