adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তসলিমা নাসরিন বললেন – হ্যাপিকে দেখে যেন অন্য মেয়েরা শেখে

news_img (2)বিনোদন ডেস্ক ক্রিকেটার রুবেল ও অভিনেত্রী হ্যাপির সম্পর্ক বিষয়ে আবারও মুখ খুললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নিজেদের 'প্রেমের' সম্পর্ক নিয়ে হ্যাপি যে বিভিন্ন টেলিভিশন ও রেডিও চ্যানেলে প্রতিনিয়ত সাক্ষাতকার দিচ্ছেন তা এড়িয়ে যায়নি তসলিমার চোখ ও কান। 
এসব দেখে-শুনে তসলিমা বলেছেন, 'হ্যাপির ইন্টারভিউ শুনলাম। খুব হৃদয়স্পর্শী, খুব বিশ্বাসযোগ্য। আবেগ নয় শুধু, যুক্তিও প্রচুর। হ্যাপিকে দেখে যেন অন্য মেয়েরা শেখে, মুখ-বুজে-না-থাকা শেখে। অন্যায় আর প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখে, যেন একা একা ঘরের কোণে বসে আর না কাঁদে, যেন নিজেকে ক্ষুদ্র তৃণসম না ভাবে, যেন অসহায় অবলা না ভাবে, যেন ঘৃণ্য নিকৃষ্ট কিছু না ভাবে, যেন আত্মহত্যা করার দুঃস্বপ্ন না দেখে, যেন মাথা উঁচু করে দাঁড়ায়, নিজেকে সম্মান আর কেউ না দিলেও যেন নিজে দিতে শেখে।'
তিনি আরও বলেন, 'আজ হ্যাপিকে লোকে দোষ দেবে। কারণ প্রতারক প্রেমিকের বিরুদ্ধে ও মুখ খুলেছে, চুপ করে থাকার, নীরবে অনাচার সওয়ার পুরুষতান্ত্রিক নিয়মগুলো মানেনি। কিন্তু আরও অনেক মেয়ে যখন মুখ খুলবে, আরও হাজারো মেয়ে, আরও লক্ষ মেয়ে- তখন কাকে রেখে কাকে ছি ছি করবে লোকে! বরং, তটস্থ হবে নিজেদের আবর্জনা আবার কেউ দেখে ফেলে কিনা তা নিয়ে।'
রুবেলের মুখোশ খুলে দেয়ার পর পরই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তসলিমা নাসরিন। রুবেল যদি বিয়ে করে তবে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা হ্যাপি তুলে নিবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এ প্রেক্ষিতে তসলিমা তখন বলেছিলেন, হ্যাপি লড়াই চালিয়ে যাক, কিন্তু ভুল করেও যেন রুবলকে বিয়ে না করে।
তসলিমা বলেছিলেন, 'হ্যাপি দুনিয়াকে জানিয়ে দিয়েছে রুবেলের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথা, রুবেলের তাকে ধর্ষণ করার কথা, লজ্জায় আশঙ্কায় সে একা একা কাঁদেনি, এ খুব ভালো কাজ। কিন্তু শুয়েছে বলে বা ধর্ষিতা হয়েছে বলে তার কেরিয়ার নষ্ট হয়ে গেল, এমন ভাবাটা ঠিক নয়। হ্যাপিকে বিয়ে করতে চায়নি রুবেল, মডেলদের সম্পর্কে ইডিয়টের মত মন্তব্য করেছে, নষ্ট ছেলের মত অন্য মেয়েদের সঙ্গে ফস্টি নস্টি করেছে এমন অশিক্ষিত, অবিবেচক, অপদার্থ, লম্পট, প্রতারক, ধর্ষককে হ্যাপি কেন বিয়ে করতে চায়, বুঝি না! ওকে যা ইচ্ছে তাই করুক, কিন্তু ভুলেও যেন বিয়েটা না করে।'

তসলিমার পরামর্শ শুনেই হ্যাপি রুবেলকে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে বলে মনে করা হয়।
এবার তসলিমা বললেন, 'ভুলে গেলে চলবে না আমরা সেই সমাজে বাস করি, যে সমাজ পুরুষদের ভোগের জন্য বেশ্যাখানা খুলেছে, যে বেশ্যাখানায় অধিকাংশ মেয়েরাই আসে প্রেমিক দ্বারা প্রতারিত হয়ে, যে বেশ্যালয়ে প্রেমিক তার প্রেমিকাকে বিক্রি করে দিয়ে পালিয়ে যায়। প্রতারক শুধু নিচুতলায় নয়, প্রতারক সব তলাতেই আছে। জাতীয় ক্রিকেট টিমেও আছে। হ্যাপির ব্যক্তিত্ব, দৃঢ়তা এবং সাহস আমাকে মুগ্ধ করেছে। ওকে অজস্র অভিনন্দন। আগামিদিনে ওকে দেখে শিখতে পারে অন্য প্রতারিতরাও।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া