adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব বিলুপ্ত করা হবে না- দোষীদের বিচার হবে

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘র‌্যাব বিলুপ্ত করার প্রশ্নই আসে না। তারা নিজেদের মতো কার্যক্রম চালিয়ে যাবে।
র‌্যাব পরিচয়ে অপহরণ ও গুমের ঘটনা বেড়ে যাওয়ায় জনগণের আস্থা সঙ্কটের পরিপ্রেেিত র‌্যাব ভেঙে দেয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
নারায়ণগঞ্জের ঘটনায় তিন র‌্যাব কর্মকর্তাকে অবসরে পাঠানোর ব্যাপারে তিনি বলেন, ‘দায়িত্ব অবহেলা হয়েছে এমন বিবেচনায় নিজ বাহিনীর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় তারা জড়িত থাকলে তদন্ত সাপেে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’
এছাড়া পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের রদবদল প্রসঙ্গে বলেন, ‘এটা তাদের জন্য শাস্তি বা পুরস্কার নয়। নারায়ণগঞ্জের প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত চলছে। এ জন্য আরও কিছুদিন অপো করতে হবে। পরে সব জানতে পারবেন।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া