adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত

INDIAস্পাের্টস ডেস্ক : হারমানপ্রীত কাউর যখন একা ইনিংসটাকে টানলেন, তখনই আঁচ করা গিয়েছিল দিনটি ভারতের। শেষ পর্যন্ত তাই হলো। ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারত। আগামী রোববার ফাইনালে তারা স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে। ১২ বছর পর দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠায় টুইট করে নারী টিমকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার বীরেন্দর শেবাগ।
বৃহস্পতিবার ডার্বিতে বৃষ্টির কারণে ৪২ ওভারের ম্যাচে টস জিতে হারমানপ্রীত কাউরের ব্যাটে ভর করে ভারত চার উইকেটে ২৮১ রান তোলে।
কাউর ১১৫ বলে ২০ চার ও ৭ ছক্কায় অনবদ্য অপরাজিত ১৭১ রানের ইনিংস খেলেন। তিনি ছাড়া দলের পক্ষে অধিনায়ক মিতালি রাজ ৩৬ এবং দিপ্তী শর্মা ২৫ রান করেন।

জবাব দিতে নেমে ২১ রানে তিন উইকেট হারানোর পর এলিস ভিলানি এবং অ্যালেক্স ব্লাকওয়েল অস্ট্রেলিয়াকে স্বপ্ন দেখান। কিন্তু ১০৫ রানের এই জুটির বিদায়ে পরাজয়টা ছিল কেবল সময়ের ব্যাপার।
শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে ২৪৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্লাকওয়েল ৫৬ বলে ৯০ এবং এলিস ৫৮ বলে ৭৫ রান করেন।
ভারতের পক্ষে দিপ্তী শর্মা ৩টি এবং জুলান গোস্বামী ও শিখা পান্ডে দুটি করে উইকেট তুলে নেন। অনবদ্য শতক করা হারমানপ্রীত কাউর হন ম্যাচসেরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া