adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৭ খুন : মন্ত্রী মায়ার জামাইসহ র‌্যাবের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত

bvivqYM‡Ä 7 Lyb : gš¿x gvqvi RvgvBmn i¨v‡ei 3 Kg©KZ©v PvKwiPz¨Zনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠায় ত্রাণমন্ত্রী মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদসহ স্বশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। বাকি দুজন হলেন মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা।
তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও গডফাদার নূর হোসেন ওরফে হোসেন চেয়ারম্যানের কাছ থেকে ছয় কোটি টাকা ঘুষ নিয়ে আরেক কাউন্সিলর নজরুল ইসলাম ও প্রবীণ আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশে তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
স্বশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার মধ্যে সেনা কর্মকর্তা তারেক সদ্য সাবেক অধিনায়ক ও সেনা কর্মকর্তা আরিফ র‌্যাব-১১ এর কর্মকর্তা ছিলেন। খুনের অভিযোগ ওঠায় সেনাবাহিনী দুজনকে আগাম অবসরে (প্রিম্যাচিউরড রিটায়রম্যান্ট) পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক প্রধান ছিলেন নৌ কর্মকর্তা রানা। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে নৌবাহিনী।
 মঙ্গলবার সেনা সদর দফতর থেকে দুই কর্মকর্তা তারেক ও আরিফ এবং নৌবাহিনী সদর দফতর থেকে রানাকে অবসরে পাঠানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে অবসরে পাঠানো হলেও সাত খুনে জড়িত থাকার অভিযোগে স্বশস্ত্র বাহিনীর এই তিন কর্মকর্তাকে আপাতত গ্রেফতার করা হচ্ছে না।
তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তারা বর্তমান বাসায়ই থাকতে পারবেন। দোষ প্রমাণিত হলে তাদের ফৌজদারি আইনে আদালতের মুখোমুখি হতে হবে।
গত ২৭ এপ্রিল দুপুর ২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে কাউন্সিলর নজরুলকে বহনকারী প্রাইভেটকারটিকে সামনে এবং পেছন থেকে দুটি মাইক্রোবাস ঘিরে ধরে।
পরে নজরুলসহ তার প্রাইভেটকারের চালক জাহাঙ্গীর, বন্ধু তাজুল, স্বপন ও লিটনকে অস্ত্রের মুখে প্রাইভেটকার থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। এছাড়াও অপহরণ করা হয় প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার প্রাইভেটকার চালক ইব্রাহিমকে।
অপহরণের চার দিন পর ৩০ এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে নজরুল ইসলাম ও চন্দন সরকারসহ ছয়জনের ভাসমান লাশ পাওয়া যায়। পর দিন ১ মে নজরুলের গাড়ি চালক জাহাঙ্গীরের লাশও উদ্ধার করা হয় শীতলক্ষ্যা থেকেই। এরপর প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেন, ৬ কোটি টাকার বিনিময়ে র‌্যাব ওই সাত জনকে হত্যা করেছে। এই অভিযোগের পর একাধিক গোয়েন্দা সংস্থা তদন্তে নামে।
 প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সাতজনকে অপহরণের পর প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে তিন কর্মকর্তাকে গত ২৮ এপ্রিল স্ব স্ব বাহিনীতে ফেরত পাঠানো হয়।
এরপর প্রধানমন্ত্রীর দফতর থেকে তাদের অবসরে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের ভিত্তিতে মঙ্গলবার তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়টি চূড়ান্ত করে সেনা ও নৌবাহিনী। এরপর বিকেলের দিকে তাদের অবসরের আদেশ পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় সাবেক এই তিন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে র‌্যাব। চার সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া