adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্দুকযুদ্ধে ৩ ইয়াবা ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে কোস্টগার্ড সদস্যদের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তিন ইয়াবা ব্যবসায়ী নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার ভোরে সেন্টমার্টিনের সেরাদিয়া দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি। তবে তারা শাহপরীরর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে। তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভোরে কোস্টগার্ডের নিয়মিত টহলদল যাওয়ার সময় ইয়াবা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় কোস্টেগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বিকেলে সদর হাসপাতালে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। 
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি/তদন্ত) আনোয়ার তিনজনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই তিনজন নিহত হয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে। এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। 
তবে, কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তার মনোয়ার হোসেন বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া