adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবামার এশিয়া সফর নিয়ে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফর ঘিরে ফের উত্তেজনা কোরীয় উপদ্বীপে। ২৩ থেকে ২৯ এপ্রিল জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে আসার কথা মার্কিন প্রেসিডেন্টের। এই সফরকেই উস্কানিমূলক বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া প্রশাসন।
কয়েক মাস শান্ত থাকার পর ফের উত্তেজনার পারদ চড়ছে কোরীয় উপদ্বীপে। উত্তর কোরিয়ার সংবাদসংস্থা ইওনহাপে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বলা যায়, ওবামার এশিয়া সফরকে আদৌ ভালো চোখে দেখছে না উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সেনাবিভাগের এক মুখপাত্র দাবি করেছেন, দক্ষিণ কোরিয়া ও জাপানে ওবামার সফর গোটা এলাকাকে আরো বেশি করে অশান্ত করে তুলবে। গত মাসের গোড়ায় প্রতি বছরের মতোই এই বছরও মার্কিন সেনা যৌথভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনার সঙ্গে সামরিক মহড়া দিয়েছে।
এই ঘটনা উত্তর কোরিয়াকে যথেষ্ট উত্তেজিত করেছে। মার্কিন-জাপ-দক্ষিণ কোরিয়াকে শয়তানের অক্ষদণ্ড আখ্যা দিয়ে পাল্টা সবক শেখানোর কথা ঘোষণা করেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনও।
পরের কয়েক দিন পিয়ংইয়ংয়ের নির্দেশে উত্তর কোরিয়ার বিভিন্ন কেন্দ্র থেকে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদণ শুরু হয়ে যায়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাপানের উপকূলরেখার বেশ কাছে এসে পড়ে। এই ঘটনায় চুপ থাকেনি টোকিও-ও। আক্রান্ত হলে পাল্টা আক্রমণের পথ বেছে নেয়ার কথা ঘোষণা করে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সরকারও।
ওবামার এশিয়া সফর নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি প্রকাশ করে এসেছে পিয়ংইয়ং। দেশের প্রতিরক্ষা দফতর থেকে অভিযোগ করা হয়েছে, দুই দেশের রাষ্ট্রনেতাদের উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানি দিতেই এমন সফরের আয়োজন করেছেন ওবামা।
একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক দুনিয়ার চিন্তা বাড়িয়ে দিয়ে একাধিক উপগ্রহচিত্রে পুঙ্গগিয়ে-রি কেন্দ্রে মানুষের গতিবিধির লক্ষণ দেখা গিয়েছে। অতীতে তিন বার ভূগর্ভস্থ এই কেন্দ্রে পরীক্ষামূলক ভাবে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া। কিছুদিন ওই কেন্দ্রে পরমাণু গবেষণা বন্ধ থাকার পর ফের গাড়িচলার পথ নতুন করে নির্মাণ করতে শুরু করেছে সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র উৎপণের পর রাষ্ট্রপুঞ্জের বিরক্তি প্রকাশকে উপেক্ষা করে উত্তর কোরিয়া ঘোষণা করেছিল, পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণের সম্ভাবনা যেন কেউ উড়িয়ে না দেয়।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা আশঙ্কা করছেন, ছোট মাপের কোনো পরমাণু বিস্ফোরক তৈরি করতে চলেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রের ওপর বসতে পারে অস্ত্র।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া