adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরের ৩ জেলায় যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট : বিভিন্ন দাবিতে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় পৃথকভাবে ডাকা পরিবহন ধর্মঘট চলছে। এতে মঙ্গলবার সকাল থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।নওগাঁ মোটর মালিক-শ্রমিক ও বগুড়া মোটর মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে নওগাঁ থেকে বগুড়া ও ঢাকা রুটের বাস চলাচল ২য় দিনের মতো বন্ধ রয়েছে।ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট ফিরোজ আমিন সরকার জানান, নছিমন, করিমন, থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ের সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।সোমবার রাতে ঠাকুরগাঁও জেলা মোটরমালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংক লরি ইউনিয়ন যৌথ সভা শেষে পরিবহন ধর্মঘটের ডাক দেয়।ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট আরো জানান, বাংলাবান্ধা স্থলবন্দরে কুলি-শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ এবং মহাসড়কে ব্যাটারি চালিত ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড় জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।সোমবার রাতে পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ ৯টি সংগঠন সম্মিলিতভাবে এ ধর্মঘটের ডাক দেয়।নওগাঁ করেসপন্ডেন্ট শফিক ছোটন জানান, নওগাঁ মোটর মালিক-শ্রমিক ও বগুড়া মোটর মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে নওগাঁ থেকে বগুড়া ও ঢাকা রুটের বাস চলাচল ২য় দিনের মতো বন্ধ রয়েছে।গত রোববার রাতে বগুড়ার মোটর মালিক-শ্রমিকরা গাড়ি চলাচলে বাধা দিয়ে নওগাঁর বাসগুলো বন্ধ করে দেয়। বিষয়টির সমাধান না হওয়ায় মঙ্গলবারও বাস চলাচল শুরু হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া