adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাছের শরীরের বিদ্যুতে মারা পড়লো কুমির!

আন্তর্জাতিক ডেস্ক : লেকের তীরে একটি বানমাছ (পাঁকাল) ভাসছিল। অনেকক্ষণ ধরে সেটিকে লক্ষ্য করছিল একটি দীর্ঘকায় কুমির। একসময় বানমাছটি ভক্ষণের লোভে আক্রমণ করেই বসে কুমিরটি। তবে এরপরের খবর একেবারেই বিস্ময়কর।কুমিরের আক্রমণে ক্রোধ ভরে শরীরে থাকা বিদ্যুত শক্তি প্রয়োগ করতে থাকে বানমাছটি। এরপর কুমিরটির অবস্থা যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো। কিন্তু বানমাছটির শরীরের বিদ্যুৎ এতোটা প্রখর ছিল যে শেষ পর্যন্ত প্রাণত্যাগ করতে হয় কুমিরটিকে।যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল অনলাইনে প্রকাশিত ভিডিও সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে মাছ শিকারে এসে কুমিরের প্রাণ ত্যাগের এমন দৃশ্য দেখা যায়।তবে কখন, কোথায় এবং কার ক্যামেরায় এই দৃশ্যটি ধরা পড়েছিল এ ব্যাপারে কিছু জানা যায়নি।ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ইউটিউবে প্রকাশ করার পর পৌনে দুই লাখ বারেরও বেশি বার প্রদর্শিত হয়।বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানায়, একটি ছোট আকৃতির বানমাছ সর্বোচ্চ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে তার শরীরে। আর একটি বড় আকৃতির বানমাছের শরীরে ৪৫০-৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া