adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এসএ গেমস নিয়ে আর্থিক সংকটে বিওএ

12th_South_Asian_Gamesস্পোর্টস ডেস্ক : দুই মাস পরই ভারতের গৌহাটি ও শিলং মুখরিত হবে দক্ষিণ এশিয়ার অ্যাথলেটদের পদচারণায়। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের ঝনঝনানিতে প্রকম্পিত হবে প্রতিটি ভেন্যু। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমস শুরু হবে ২০১৬ সালের ফেব্র“য়ারিতে। 
এসএ গেমসের ১২তম আসরে অংশ নিতে নিজেদের প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। আর প্রতিযোগীরা ঠিকমতো অনুশীলনে অংশ নিচ্ছেন কি না তা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্তা ব্যক্তিরাও।
এসএ গেমসের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, এসএ গেমসকে সামনে রেখে প্রতিযোগীরা বেশ জোরেসোরেই তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। আমি তাদের প্রস্তুতির সব খবরই রাখছি। যেহেতু এখনও দুই মাস সময় হাতে আছে সেহেতু আসর শুরু হওয়া পর্যন্ত তারা নিজেদের বেশ দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন।
অ্যাথলেটরা প্রস্তুতি ভালো চালিয়ে গেলেও মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তাদের প্রশিক্ষণ ব্যয় নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাথলেটদের প্রস্তুতি ব্যয় বাবদ যে বাজেট জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দেওয়া হয়েছে সেই অনুযায়ী বাজেট না পাওয়ায় বিওএ বেশ উৎকণ্ঠায় দিন কাটোচ্ছে বলে জানালেন মিকু। 
তিনি বলেন, অ্যাথলেটদের ট্রেনিং বাবদ জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আমরা ১৬ কোটি ৮৩ লাখ টাকার বাজেট জমা দিয়েছি। কিন্তু পেয়েছি ১০ কোটি টাকা। এখনও ৬ কোটি ৮৩ লাখ টাকা প্রয়োজন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে অ্যাথলেটদের যাতায়াত, প্রশিক্ষণ পোশাক, খাবার ও ট্রেনিং সরঞ্জাম ক্রয়সহ আরও নানাবিধ কাজে টাকা প্রয়োজন হয়। বাজেট অনুযায়ী টাকা না পাওয়ায় আপাতত বিভিন্ন স্পন্সর থেকে টাকা নিয়ে আপাতত কাজ চালাচ্ছি।
এতো গেলো প্রশিক্ষণ ব্যয় বাবদ খরচ। এর পর মূল পর্বে অংশ নিতে প্রায় ৫শ’ অ্যাথলেটকে নিয়ে ভারতে যাওয়া, থাকা, হোটেল থেকে ভেন্যুতে যাওয়া, সেখানকার আনুষঙ্গিক ব্যয় এবং দেশ ফিরে আসা বাবদ আরও ১০ কোটি টাকা প্রয়োজন। আর এই মর্মেও এনএসসিকে ইতোমধ্যেই বাজেট দেওয়া হয়েছে বলে জানালেন এই ক্রীড়া সংগঠক।
আর্থিক সংকট ছাড়াও সমস্যা আছে আরও অনেক। এবারের এসএ গেমস প্রতিবেশি দেশ ভারতে আয়োজিত হলেও সেখানে যাওয়া, যাওয়ার পর ভেন্যু গুলোতে নিয়মিত যাতায়াত নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ অলিম্পক অ্যসোসিয়েশনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যানকে। 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া