adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যানসার আক্রান্ত প্রেমিকাকে বিয়ে!


আন্তর্জাতিক ডেস্ক : অনেক দিন ধরেই স্বপ্নটা অল্প অল্প করে সাজিয়েছিলেন- যেমন করে একটি একটি করে মুক্তো দিয়ে বানানো হয় মালা। পছন্দের রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে, ফুলের মতো একটা সংসার হবে, ফুটফুটে দুটি সন্তানের মা হবেন। এরকমই এক সাধাসিধে স্বপ্ন ছিল হিথার মিলারের।আগামী ১৫ আগস্ট তার বিয়ের তারিখও ঠিক করা হয়েছিল- পাত্র পছন্দের পুরুষ ব্রেইন নেফ। কিন্তু হঠাৎ করে মিলারের দেহে মরণব্যাধি ক্যানসার ধরা পড়ার পর তার সে স্বপ্ন ভাঙা কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়। তাকে ভর্তি করা হয় পেনসিলভানিয়ার গুড সামারিতান হাসপাতালে। হাসপাতালের শয্যায় শুয়ে যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেন বোন ক্যানসারের রোগী মিলার।তখন বিয়ে করার স্বপ্নটা তিনি বাদই দিয়েছিলেন। কিন্তু প্রেমিকার স্বপ্ন সফল করতে মরিয়া হয়ে ওঠেন প্রেমিক। তাদের পরিবার, চিকিৎসক এবং বন্ধুরাও সাহস যোগান। সবার সহায়তায় গত শুক্রবার হাসপাতালের ইনটেনসিভ কেয়ারের পাশেই দুজনার বিয়ে হয়। এ প্রসঙ্গে মিলার সাংবাদিকদের বলেন, আমি কোনদিন বিয়ে করতে পারবো এমনটি স্বপ্নেও ভাবিনি। কিন্তু আমার স্বপ্ন শেষ পর্যন্ত সত্য হয়েছে। আমি আমার স্বপ্নের মানুষটিকে চিরদিনের জন্য আপন করে কাছে পেয়েছি।আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব মিলিয়ে ২০ জনের মতো এ বিয়েতে শরিক হয়েছিলেন। এছাড়া হাসপাতালের চিকিৎসক এবং কর্মচারীরাও সানন্দে যোগ দিয়েছিলেন। তারাই তো আসল। তাদের সহযোগিতা ছাড়া তো বিয়েটা হতেই পারত না! বলাবাহুল্য গুরুতর অসুস্থ কনেটি বিছানাতেই শুয়ে ছিলেন বিয়ের দিনেও। ব্যথায় কয়েকবার চিৎকার করে উঠেছিলেন বেশ কয়েকবার। পিটার্সবুর্গের ওপেন ডোর মিশন চার্চের পাদ্রিরা হাসপাতালে গিয়ে বিয়ে পড়ান।নেফ এবং মিলারের সম্পর্ক ৫ বছরের। মিলার অসুস্থ হওয়ার পরও নেফ তার প্রেমিকাকে ছেড়ে যাননি। শুধু নেফ নয় তার বাবা-মাও ক্যানসারের বিরুদ্ধে লড়াইরত মিলারকে সবসময় সাহস যোগাচ্ছেন।গত দশ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ বছরের মিলার। একদিন সকালে প্রচণ্ড পিঠ আর কোমরব্যথা পেইন নিয়ে ঘুম ভাঙে তার। প্রথমে ভেবেছিলেন হয়তো মাংসপেশীতে টান লেগেছে, সেরে যাবে। কিন্তু এমআরআই পরীক্ষার পর চিকিৎসকরা তার হাড়ের ক্যানসার সম্পর্কে নিশ্চিত হন। এরপর থেকেই হাসপাতালে দিন কাটাচ্ছেন। বিয়ের পরও তার জীবনযাত্রার তেমন পরিবর্তন হবে না। তবে এখন তিনি অনেক সুখী। প্রিয় মানুষটিকে বিপদের দিনে নিজের করে পেয়েছেন, মৃত্যুশয্যায় এটিই তার একমাত্র সান্ত্বনা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া