adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিপূর্ণভাবে আফগানিস্তানে ভোট সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শনিবার ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ  শেষ হয়েছে। তালেবান গোষ্ঠির হুমকি উপেক্ষা করে বিপুল সংখ্যায় মানুষ ভোট দিয়েছে।  এই প্রথম সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার হস্তান্তর হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে  গোটা দেশে নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।এদিকে সফলভাবে ভোট সম্পন্ন হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান জনগণকে অভিনন্দন জানিয়েছেন।ওয়াশিংটন থেকে পাঠানো এক বিবৃতিতে ওবামা বলেন, নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আত্মিক এবং ইতিবাচক বিতর্কের সঙ্গে তাল মিলিয়ে আজ যে ভোট হয়ে গেল, তার জন্য আমরা আফগান জনগণ, নিরাপত্তা বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের সাধুবাদ জানাই।তিনি আরো বলেন, আফগানিস্তানের গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থনের জন্য এ নির্বাচন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশন ভোট গণনার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওবামা।এছাড়া নির্বাচনে লক্ষ লক্ষ  ভোটার ভোট দেয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন দেশটির বিদায়ী  প্রেসিডেন্ট হামিদ কারজাই। শনিবার ভোট দেওয়ার পর প্রেসিডেন্ট  কারজাই বলেছেন, আজকের দিনটা হচ্ছে আফগান জনগণের। আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে দিনটি খুবই গুরুত্বপূর্ণ।তিনি আরো বলেছেন  ভোটাররা দেশকে গর্বিত করেছে এবং দেশটির গণতান্ত্রিক ভাবমূর্তিকে বিশ্বের কাছে উপস্থাপন করেছে।নির্বাচন কমিশন বলছে শতকরা ৫৮ শতাংশ ভোটার ভোট দিয়েছে যা অতীতের নির্বাচনের চাইতেও বেশি।নির্বাচন বানচালের জন্য তালেবানের হুমকি এবং সহিংসতার আশঙ্কা, সেইসঙ্গে তুমুল বৃষ্টি উপেক্ষা করেই বহু মানুষ ভোট দিয়েছেন।প্রবল বৃষ্টি উপেক্ষা করেই আফগান ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন বলছে দেশটির মোট এক  কোটি বিশ লক্ষ  ভোটারের মধ্যে ৭০ লক্ষ ভোটার নতুন  প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছে। তাদের দুই তৃতীয়াংশ পুরুষ এবং এক তৃতীয়াংশ নারী  ভোটার বলে ধারনা করছে কমিশন।অনেক স্থানে ভোটার সংখ্যা  বেশি থাকায় বিকেল ৫টা পর্যন্ত  ভোট হবার কথা থাকলেও ভোট গ্রহণ  শেষ হয় রাত ৯টায়। ভোটারদের লাইন কোথাও কোথাও এতো লম্বা ছিলো যে নির্বাচন কমিশনকে ভোট-গ্রহণের সময় এক ঘণ্টা পর্যন্ত বাড়াতে হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের নির্বাচনের চেয়েও এবার বেশি  ভোট পড়তে পারে।নির্বাচন উপলক্ষে গোটা দেশে কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছিল। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছিল ৩ লাখ ৫২ হাজার  সেনা ও পুলিশ। সম্ভাব্য সন্ত্রাসী হামলা ঠেকাতে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকাগুলো আগামী ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।এছাড়া হামলা ঠেকাতে রাজধানী কাবুলে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেয়া হয়নি।। মোড়ে মোড়ে বসানো হয়েছিল তল্লাশি চৌকি।তালেবান জঙ্গিদের হুমকির কারণে  নির্বাচনে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হয়েছিলো। কিন্তু সেরকম কিছু হয়নি। তবে হামলার আশঙ্কায় এক হাজারের মতো ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় যা মোট কেন্দ্রের সাত ভাগের একভাগ।বিবিসির সংবাদদাতা বলছেন, সব মিলিয়ে ভোটাররা উৎসবমুখর পরিবেশেই ভোট দিয়েছে। শহরে নির্বিঘেœ ভোট হলেও শহরের বাইরে থেকে কিছু কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে তালেবান হামলায় দুই  ভোটার নিহত এবং আরো ১৪ জন আহত হন। এ হামলায় ১৪ তালেবান জঙ্গিও প্রাণ হারান।আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ওমর দাউদজাই শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সহিংসতায় চার বেসামরিক নাগরিক, নয় পুলিশ, সাত সেনা এবং ৮৯ জন তালেবান যোদ্ধা প্রাণ হারিয়েছে।এদিকে সংবাদ সংস্থা বিবিসি বলছে, এ নির্বাচনে সহিংসতার চেয়েও বড়ো চ্যালেঞ্জ ছিল, নির্বাচনে কারচুপি ঠেকানো। দক্ষিণের কান্দাহার থেকে খবর পাওয়া গেছে যে সেখানে পুলিশ ভোটার ও নির্বাচনী পর্যবেক্ষকদের ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছে।এ নির্বাচনে মোট আটজন প্রার্থী। তৃতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে সাংবিধানিক বাধার কারণে প্রার্থী হতে পারেননি হামিদ কারজাই। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে, সবচেয়ে  বেশি ভোট পাওয়া দুজন প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।এবছরের শেষের দিকে ন্যাটোর সকল সৈন্য প্রত্যাহারের আগে আফগানিস্তানে এটাই সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, তালেবানকে সামাল দেওয়াই হবে নতুন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া