adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ এক সপ্তাহ পেছালো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজ এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আগের সূচি অনুযায়ী ১৩ মার্চ শুরু হওয়ার কথা ছিল সিরিজ। তবে, নতুন সূচি অনুযায়ী তা শুরু হবে ২০ মার্চ। তবে, ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশ। এই সিরিজ শেষ করে আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। এই সফরে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই সিরিজের জন্য ৩৫ সদস্যের বহর নিয়ে যাওয়ার কথা টাইগারদের।

নতুন সূচি অনুযায়ী ২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনে হবে তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষ করে হ্যামিলটনে স্বাগতিক দলের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। নেপিয়ারে ৩০ মার্চ হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টি তথা সফরের শেষ ম্যাচটি অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া