adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমুদ্র তলদেশে কয়েকটি নতুন প্রাণীর সন্ধান

Image courtesy of www.ocean.si.edu

১. এই সামুদ্রিক স্বচ্ছ কিউকাম্বার আবিষ্কৃত হয়েছে মেক্সিকোর উত্তর কোস্টে।
এই প্রাণীটি তার স্বচ্ছ কর্ষিকার মতন মুখের সাহায্যে পলল মুখে প্রবেশ করায়

www.mnn.com

২. গোস্ট শিম্প নামের নতুন এই প্রাণীটি একেবারেই গ্লাসসের মতই স্বচ্ছ।
এর শরীরের রং বদলে যায় যখন সে কোন রঙিন খাদ্য গ্রহন করে ।
উদ্ভিদ ভিত্তিক খাবারই এর প্রধান খাদ্য।

Image courtesy of Wikipedia

৩. নগ্ন শামুক (নেকেড স্নাইল) নামে পরিচিত এই প্রাণীকে বলা হয় সাগরের পরী বা সি আঞ্জেল।
এর আবার নাকি ৬টি প্রকারভেদ ও আছে। ২০০৫ সালে এরা প্রথম আবিস্কার হয় ।

Image courtesy of www.coml.org

৪. মাকরশা, চিংড়ি ও কাঁকড়ার মতন দেখতে নতুন প্রাণী, নাম ইয়েটি ক্রাব বিজ্ঞান জগতের একেবারে নতুন সদস্য।
তার লোমশ শরীর তার দেহে পুষ্টির যোগান দেয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া